‘তোমার জন‍্য খুব মনখারাপ করবে রাহুলদা!’, রাজা-মাম্পি হিসাবে শেষ লাইভে এসে চোখে জল রুক্মার

বাংলাহান্ট ডেস্ক: শেষ এতদিনের একসঙ্গে সফর। ২৬ অক্টোবর, মঙ্গলবার শুটিং শেষ হল স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘দেশের মাটি’র (desher mati)। আগামী ৩১ অক্টোবর শেষ সম্প্রচার সিরিয়ালের। তারপর থেকে আর রাজা মাম্পি, নোয়া কিয়ানকে দেখা যাবে না পর্দায়। দর্শকদের অবশ‍্য ‘রাম্পি’ জুটির জন‍্যই বেশি মন খারাপ। বিষন্ন রাহুল বন্দ‍্যোপাধ‍্যায় (rahul banerjee) ও রুক্মা রায়ও (rooqma roy)। তার প্রমাণ মিলল সোশ‍্যাল মিডিয়ার লাইভ সম্প্রচারেও।

শেষ শুটিংয়ের দিনে অনুরাগীদের জন‍্য ফের লাইভে এসেছিলেন রাহুল রুক্মা। সেখানেই দেখা গেল দুজনের চোখ মুখ যেন বসে গিয়েছে। শুটিং শেষেই লাইভে এসেছিলেন তাঁরা। রুক্মার কাজল কিছুটা ঘেঁটে গিয়েছে। চোখ লাল রাহুলেরও। নিজেরটা স্বীকার না করলেও অভিনেতা জানালেন রুক্মা ওরফে মাম্পি ও দিব‍্যজ‍্যোতি দত্ত ওরফে কিয়ান নাকি বাচ্চাদের মতো একে অপরের গলা জড়িয়ে ধরে কেঁদেছেন।

324029 new
শেষ লাইভে আবেগ ধরে রাখতে পারেননি রুক্মা। সর্বসমক্ষেই তিনি বলে ওঠেন, “আর দেখতে পাব না, তোমার জন‍্য খুব মনখারাপ করবে রাহুলদা!” এদিন সিরিয়ালের গানটি নিজে গেয়ে শোনালেন ‘মাম্পি’ রুক্মা। নচিকেতার গাওয়া ‘নীলাঞ্জনা’ গেয়ে শোনালেন রাহুল। এদিন শুটিং শেষে দেশের মাটি পরিবারের ছবি সাঁটা কেক কাটা হয়েছে সেটে। সঙ্গে কেঁদে ভাসিয়েছেন অভিনেতা অভিনেত্রী, কলাকুশলীরাও।

এর আগেও আচমকা সিরিয়াল শেষের খবর ছড়ানোর পর রুক্মাকে নিয়ে লাইভে চলে এসেছিলেন রাহুল। রুক্মাকে জড়িয়ে ধরে সেবার বলেই ফেলেছিলেন, “পাগলি, সেটে এসে আর তোমায় দেখতে পাব না। ভাবলেই তো মন খারাপ হয়ে যাচ্ছে।”

https://www.instagram.com/tv/CVfxqqqKV1p/?utm_medium=copy_link

দুজনকে একসঙ্গে মুখোমুখি পেয়ে ক্ষোভ, হতাশা উগরে দিয়েছিলেন অনুরাগীরা। এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে কেন দেশের মাটি? এবার আমাদের কী হবে? প্রশ্ন অনেক। সাধ‍্যমতো অনুরাগীদের বোঝাতে চেষ্টা করেছিলেন রাহুল রুক্মা। তাঁদের বক্তব‍্য, এখনো শেষ হচ্ছে না কেন, এটা শোনার থেকে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কেন এটা শোনা যেকোনো সিরিয়ালের পক্ষেই অনেক বেশি সম্মানের।

https://www.instagram.com/p/CVftChkPiTS/?utm_medium=copy_link

বাস্তবিকই বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে স্টার জলসার এই সিরিয়াল। মাত্র ২৩৫ পর্বে এসে শেষ হয়ে গেল সিরিয়াল। আচমকা চ‍্যানেল এবং প্রযোজনা সংস্থা যৌথ ভাবে সিরিয়াল শেষ করার সিদ্ধান্ত নিল। কেন? পর্দার রাজা, মাম্পির বাবা, নোয়া কারোর কাছেই তার উত্তর নেই। ক্ষোভ, কষ্ট সব নিয়েই উপর মহলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন তাঁরা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর