সফল হলো না রোহিতের ফাটকা, রাহুল-সূর্য জুটিতে ভর করে সম্মানজনক স্কোর গড়লো ভারত

   

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে ভারত। প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছিল ভারত। এই ম্যাচে টসে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে হারের থেকে শিক্ষা নিয়ে তারা প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেয়।

সকলকে আশ্চর্য করে এই ম্যাচে ঈশান কিষানের বদলে দলে ফেরা লোকেশ রাহুলকে ওপেন করতে না পাঠিয়ে নিজের সাথে রিশভ পন্থ-কে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। যদিও এই নতুন ফাটকা কাজে লাগেনি। রোহিতকে নিজের দ্বিতীয় ওভারেই ফিরিয়ে দেন অভিজ্ঞ পেসার কিমার রোচ। এরপর ক্যারিবিয়ান পেস বোলিং জুটি রোচ এবং আলঝারি জোসেফের রিশভ পন্থকে বেশ অসহায় দেখিয়েছে। তা সত্ত্বেও বেপরোয়া ভাবে কিছু বড় শট খেলেন পন্থ। কিন্তু ওডেন স্মিথের অফস্টাম্পের অনেক বাইরে করা শর্ট বলকে পুল করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেরেন পন্থ। একই ওভারে কোহলিকেও তুলে নেন স্মিথ।

pant 2

এরপর নিজেদের মধ্যে একটি পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেন লোকেশ রাহুল এবং সূর্যকুমার যাদব। দুই তারকাই পেসারদের সতর্কভাবে খেলেন। স্পিনার আসার পর দুজনে নিজের স্বাভাবিক খেলা খেলতে থাকেন। সূর্যকুমার ছিলেন সংযত কিন্তু রাহুল হয়ে ওঠেন আক্রমণাত্মক। স্টেপ আউট করে একবার বল সাইটস্ক্রিনও পার করে দেন তিনি।

কিন্তু দুর্ভাগ্যবশত ৪৯ রানের মাথায় রান আউট হন রাহুল। সূর্যকুমার যাদব অর্ধশতরান সম্পূর্ণ করার পর রানের গতি বাড়াতে গিয়ে ৬৩ রানে আউট হন। এরপর ওয়াশিংটন সুন্দর এবং দীপক হুডা নিজেদের মধ্যে একটি পার্টনারশিপ গড়ার চেষ্টা করলেও কেউই বড় রান করতে পারেননি। সুন্দর ২৫ এবং হুডা আক্রমণাত্মক ২৮ রান করে আউট হন। শেষদিকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারত। শেষপর্যন্ত ৯ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৩৭ রান তোলে ভারত। ওয়েস্ট ইন্ডিজের প্রতিটি বোলার উইকেট পেয়েছেন। ২ টি করে উইকেট পেয়েছেন আলঝারি জোসেফ এবং ওডেন স্মিথ।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর