fbpx
খেলাটাইমলাইন

স্বার্থের সংঘাতে যুক্ত নন দ্রাবিড়।পেলেন ক্লিন চিট

 

 

বাংলা হান্ট ডেস্ক:দিন কয়েক আগেই কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট ইস্যুতে বোর্ডের চিঠি পান রাহুল দ্রাবিড়। দ্রাবিড়ের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ খতিয়ে দেখেন কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্সের সদস্যরা।

তবে এবার স্বার্থের সংঘাতে কোনওভাবেই জড়িত নন তিনি জানিয়ে দিল সুপ্রিম কোর্ট নিযুক্ত বোর্ডের প্রশাসনিক কমিটি।

 

সবরকম দিক বিবেচনা করে সিওএ-র নতুন সদস্য লেফটেন্যান্ট জেনারেল থোগড়ে  রাহুলের ক্ষেত্রে যে স্বার্থের সংঘাত ঘটেনি সেই বিষয়টি ব্যাখ্যা করেন।তিনি বলেন,  NCA এর ডিরেক্টর হিসেবে যোগ দেওয়ার সময় ইন্ডিয়া সিমেন্টের ভাইস প্রেসিডেন্ট পদ থেকে তাঁকে ইস্তফা দিতে বলেছিল অথবা লম্বা ছুটি নিতে বলা হয়েছিল তাঁকে। কিন্তু এমত অবস্থায় পদত্যাগ না করে দ্রাবিড় দ্বিতীয়টি বেছে নেন। এমনকী বোর্ডের এথিক্স কমিটির অফিসার ডিকে জৈনের চিঠির উত্তরও দেন রাহুল দ্রাবিড়।সুতরাং এখন স্বস্তির নিশ্বাস ফেলতে পারেন দ্রাবিড়। তিনি যে কোনরকম ইস্যু তে যুক্ত নন সেই বিষয় ক্লিন চিট পেলেন তিনি।

Leave a Reply

Close
Close