স্ত্রীয়ের ভালোবাসায় ছিলেন পাগল! বিশ্বকাপ ফাইনাল খেলা জার্সি নাম্বারও বদলেছিলেন ভারতীয় কিংবদন্তি

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় ক্রিকেট জগতে এমন অনেক তারকা রয়েছেন যারা বেশ বড় মানের প্রেমিক হিসাবে পরিচিত। ভারতীয় ক্রিকেট দলকে (Indian Cricket Team) সাফল্য এনে দেওয়ার পাশাপাশি তাদের প্রেমকাহিনীও চর্চায় এসেছে বারংবার। সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন টেন্ডুলকার, এমএস ধোনি, মহম্মদ আজহারউদ্দিনের মতো একাধিক তারকা এই তালিকায় রয়েছেন।

তবে আজ আমরা যে ক্রিকেটারের প্রেমকাহিনী সম্পর্কে আপনাদের জানাতে চলেছি, তিনি উপরে উল্লেখিত বাকিদের মতো পাদপ্রদীপের আলোয় থাকা মানুষ নন, বরং এসবের থেকে দূরে থেকে শান্তভাবে নিজের কাজ করে যেতেই ভালোবাসেন তিনি। তবে তিনি নিজের স্ত্রী-কে এতটাই ভালোবাসতেন যে সেই সূত্রে নিজের জার্সি নাম্বারটিই বদলে ফেলেছিলেন।

এখানে বলা হচ্ছে ভারতীয় কিংবদন্তি ও বর্তমান ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) কথা। নিজের কেরিয়ারে দীর্ঘ সময় সীমিত ওভারের ক্রিকেটে ৫ নম্বর জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতেন তিনি। তবে পরবর্তীতে নিজের এই জার্সি নাম্বার পরিবর্তন করেছিলেন তিনি। পরবর্তীতে তিনি মাঠে নামতেন ১৯ নম্বর জার্সি গায়ে চাপিয়ে। কিন্তু ঠিক কোন কারণে এই পরিবর্তন করেছিলেন তিনি?

এই প্রশ্নের উত্তরে ভারতীয় ক্রিকেটের ‘দ্য গ্রেট ওয়াল’ জানান, তার স্ত্রীর জন্মদিন ১৯ তারিখে। এই বিষয়টিকে সম্মান জানিয়েই তিনি ১৯ নম্বর জার্সিটি বেছে নিয়েছিলেন। রাহুল দ্রাবিড় ২০০৩ সালে তার ছোটবেলার বন্ধু বিজেতা পেন্দ্রকারকে বিয়ে করেন। তারা ছোট থেকেই একে অপরের পরিচিত ছিলেন এবং তাই দুই মারাঠী পরিবারের এই বিয়েতে কোনও অমত ছিল না।

rahul vejetha

বিজেতা পেন্দ্রকার পেশায় একজন সার্জন ডাক্তার। ২০০৩ সালের ওডিআই বিশ্বকাপের আগে তাদের বিবাহের দিন নির্ধারিত হয়। এরপর রাহুল দ্রাবিড়ের পাশে থাকতে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন তার হবু স্ত্রী বিজেতা। বিশ্বকাপ ফাইনাল হারের পর ২০০৩ সালের ৪ই মে তারা সাত পাকে বাঁধা পড়েন এবং বর্তমানে তাদের দুই পুত্র সন্তান রয়েছে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর