বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল (Team India) আগামীকাল থেকে দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে। প্রথম টেস্টে দাপট দেখিয়ে জয় পেয়েছিল ভারতীয় দল। দ্বিতীয় টেস্টেও সেই পারফরম্যান্সের ধারা বজায় রাখতে চাইবেন রোহিতরা (Rohit Sharma)। দলে কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনাও রয়েছে। সেই সমস্ত বিষয় নিয়েই গতকাল সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারতের বর্তমান প্রধান কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।
রাহুল দ্রাবিড় সাধারণত ঠান্ডা মাথার, ধীর, স্থির মানুষ। কিন্তু কাল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কিছু প্রশ্নের উত্তর দিতে গিয়ে মেজাজ হারিয়ে ফেলেছিলেন রাহুল দ্রাবিড়। দিল্লি টেস্টে অস্ট্রেলিয়া দলের প্রত্যাবর্তন করতে পারেন তাদের দীর্ঘ দেহি বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক। অতীতে এই ফরম্যাটে ভারতকে একাধিকবার সমস্যায় ফেলেছেন তিনি।
এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই এক সাংবাদিক রাহুল দ্রাবিড়কে এই প্রশ্ন করেন যে ভারতীয় দলে একজন এমন বাঁ-হাতি পেসারের অভাব রয়েছে বর্তমানে, যিনি ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন একক দক্ষতায়। তিনি অতীতের নেহেরা এবং ইরফান পাঠানের মত বোলারের মতো উদাহরণ টেনে এনেছিলেন নিজের প্রশ্নে। সেই সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাধার সম্মুখীন হয়ে মেজাজ হারিয়েছিলেন রাহুল দ্রাবিড়।
তিনি জবাব দিতে গিয়ে বলেছিলেন, “আপনি জাহির খানের নাম নিতে ভুলে গেছেন। আপনি চাইলে আমাদের এমন একজন বোলার খোঁজা দিতে পারেন যিনি বাঁ হাতে বল করেন এবং ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতা সম্পন্ন। সাধারণত ভারতের স্টার্ক বা শাহীন আফ্রিদির মতো উচ্চতার বোলার পাওয়া যায় না। অতীতের চাহির নেহেরা ইরফানরা দলে এই জন্য খেলতে পেরেছে যে তারা ভালো বলার। তারা শুধুমাত্র বাঁ-হাতি বলে তাদেরকে দলে নেওয়া হয়নি।”
দ্রাবিড় এই বক্তব্য রাখার পরের দিন আজ কলকাতার ইডেন গার্ডেন্সে রঞ্জি ট্রফি ফাইনালে দুই বাঁ-হাতি পেসারের দাপটে বিপাকে পড়ে গিয়েছে বাংলা। উনদকাট ও চেতন সাকারিয়ার সামনে টসে হেরে ব্যাটিং করতে নামা বাংলার টপ অর্ডার ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। সবুজ পিচে টসে জিতে ভারতীয় দল ফেরত জয়দেব উনদকাট এবং চেতন সাকারিয়ার বোলিংয়ের সামনে সুদীপ (০), অভিমন্যু (০), সুমন্ত (১) দ্রুত ফিরে যান। টিকতে পারেননি অধিনায়ক মনোজও (৭)। বাংলার ক্রাইসিসম্যান হিসেবে পরিচিত অনুষ্টুপ মজুমদার (১৭) রান করে আউট হন। সেট হয়েও নিজের উইকেট ছুড়ে আসেন আকাশ ঘটক (১৭)। প্রতিবেদনটির লেখার সময় প্রথম সেশনে ৬ উইকেট হারানো বাংলাকে সামলানোর চেষ্টা করছেন শাহবাজ আহমেদ এবং অভিষেক পোড়েল।