বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে সতর্ক ভারত! ছুটি নিলেন না দলের এই তারকা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) দুর্দান্তভাবে এই টুর্নামেন্টের যাত্রা শুরু করেছে। বিশ্বকাপে (2023 ODI World Cup) নিজেদের প্রথম তিন ম্যাচ ভারতীয় দল দাপট দেখিয়ে হারিয়েছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান ও পাকিস্তানকে। আপাতত লিগ টেবিলে শীর্ষ স্থানে রয়েছে তারা। তাদের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার অর্থাৎ ১৯ শে অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে (India vs Bangladesh)। খাতায়-কলমে দুর্বল দল হলেও বাংলাদেশকে হালকা ভাবে দেখতে রাজী নন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।

বিশ্বকাপের প্রথম দুই রাউন্ডে তেমন কোনও চমক দেখা যায়নি। কিন্তু চলতি সপ্তাহের শুরু থেকে দুটি অঘটন ইতিমধ্যেই দেখে ফেলেছে ক্রিকেট বিশ্ব। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে দাপট দেখিয়ে হারিয়েছে আফগানিস্তান। আর গতকাল দুর্দান্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অবিস্মরণীয় জয় পেয়েছে নেদারল্যান্ডস।

ভারতের বিরুদ্ধে এমন কোনও অঘটনের পুনরাবৃত্তি ঘটুক, সেটা চাইছেন না রাহুল দ্রাবিড়। তাই সোমবার গোটা দল বিশ্রাম নিলেও দ্রাবিড় পৌঁছে গিয়েছিলেন পুনের স্টেডিয়ামে। এখনও অবধি পুনেতে কোনও ম্যাচ খেলা হয়নি এই বিশ্বকাপে। তাই সেখানকার পিচ কেমন আচরণ করবে তা নিয়ে যথাযথ কোনও ধারনা নেই কারোর কাছেই। সেই নিয়ে দীর্ঘক্ষণ পিক কিউরেটারের সঙ্গে কথা বলেন দ্রাবিড়।

dravid hardik

ইতিহাস বলছে যে পুনের পিচ সাধারণ স্পিনারদের সাহায্য করে থাকে। ভালো মানের স্পিনাররা এই পিচ থেকে অতিরিক্ত টার্ন আদায় করে নিতে পারেন এবং খেলা এগোলে বল মাটিতে পড়ে থমকে আসে ব্যাটারদের কাছে। যদিও যতক্ষণ না ব্যাট হাতে বিশ্বকাপে মাঠে এই পিচে খেলতে নামছে কোনও দল, ততক্ষণ সেই পিচের এই চরিত্র একই রকম রয়েছে কিনা সেই ব্যাপারে নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন: ভারত-পাক ম্যাচে BCCI-এর দিকে পক্ষপাতিত্বের অভিযোগ করেছিল পাকিস্তান! এবার জবাব দিলো ICC

বাংলাদেশ ২০০৭ সালে শেষবার ভারতকে বিশ্বকাপে হারিয়েছিল। তারপরে ২০১১, ২০১৫ ও ২০১৯ সালগুলিতে ভারত বেশ দাপট দেখিয়েই উড়িয়ে দিয়েছে সাকিব আল হাসানদের। তবে সম্প্রতি শেষ চার ওডিআই সাক্ষাতে তারা তিনবারই ভারতকে হারিয়েছে। এই ঘটনা ভারতের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাস বাড়াবে বাংলাদেশের।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর