“লোকে ওর কাছ থেকে বড্ড বেশি আশা করে” কোহলির পারফরম্যান্স প্রসঙ্গে মন্তব্য দ্রাবিড়ের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চোটের জন্য শুরু থেকেই এশিয়া কাপে যশপ্রীত বুমরাকে পায়নি ভারতীয় দল। ডেথ ওভার স্পেশালিস্ট হর্ষল প্যাটেলও চোটের জন্য এই টুর্নামেন্টের অংশ হতে পারেননি। আচমকা চোট পেয়ে টুর্নামেন্টের মাঝখান থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজাও, যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতীয় দলের অংশ হতে পারবেন বলে মনে হচ্ছে না। তাই এশিয়া কাপে টানা দুই ম্যাচে জয় পেল একটু চাপে রয়েছে ভারতীয় দল।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করতে হয়েছিল ভারতকে। নবাগত হংকংও বেশ ভালোই লড়াই উপহার দিয়েছিল ভারতের বিরুদ্ধে। কিন্তু তারা পাকিস্তানের বিরুদ্ধে কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছিল। আর প্রথম ম্যাচে পাকিস্তানকে বাগে আনতে বেশ কিছুটা সংঘর্ষ করতে হয়েছিল রোহিত শর্মাদের। ভারত ছেড়ে যেতে পেরেছিল তার একটা বড় কারণ হল হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্স। সেই সঙ্গে বেশ কিছু সমস্যাও গত দুটি ম্যাচ থেকে ভারতের সামনে উঠে এসেছে। শুনতে অবাক লাগলেও তার মধ্যে একটা সমস্যা হল বিরাট কোহলি।

লোকেশ রাহুল চোট হারিয়ে ফেরার পর থেকে নিজের সেরা ছন্দে নেই। আবেশ খানের রয়েছে বড় মঞ্চে অভিজ্ঞতার অভাব। কিন্তু বিরাট কোহলির ক্ষেত্রে এই রকম কোনো সমস্যা না থাকলেও এবং হংকংয়ের বিরুদ্ধে তিনি অর্ধশতরান করলেও তার কিছুটা সমালোচনা এখনো হচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে সেট হয়েও নিজের উইকেট ছুড়ে দিয়ে এসেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। তার আগে শূন্য রানে থাকাকালীন ফখর জামান তার ক্যাচ ফেলেছিলেন। এরপর হংকং ম্যাচে রাহুলের মতোই তিনিও শুরুতে অতিরিক্ত ধীরগতিতে ব্যাটিং করছিলেন। তাই বিরাট কোহলি ভারতীয় দলের কতটা কাজে লাগবে এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল।

kohli sad

কিন্তু সেইসব সমালোচকদের এবার জবাব দিলেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। কাল দ্বিতীয়বার পাকিস্তানের বিরূদ্ধে নামার আগে বিরাট কোহলি প্রসঙ্গে তিনি বলেন, “লোকে সবসময় বিরাটের কাছ থেকে অতিমানবিক পারফরম্যান্স আশা করে। কিন্তু আমাদের কাছে ওর গুরুত্বটা অন্যরকম। দলের জয়ে ও ছোটখাটো যোগদান ও আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ও যেভাবে পারফর্ম করছে তাতে আমি সন্তুষ্ট।” সেইসঙ্গে আবেশ খানকে পরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বসানোর নিয়ম আগাম ভবিষ্যৎবাণী করে রেখেছেন দ্রাবিড়। তিনি বলেছেন, “আবেশ খান পুরোপুরি সুস্থ নয়, ওর কিছু সমস্যা রয়েছে। কালকের ম্যাচে ওর না নামার সম্ভাবনাই বেশি। আমরা আশা করছি টুর্নামেন্টের পরের ম্যাচ গুলোতে ওকে আবার দলে পাব।” অনেকেই অবশ্য বলছেন কৌশলে আবেশ খানকে এভাবে দল থেকে সরিয়ে ফেলা হলো কারণ তিনি একেবারেই ভাল পারফরম্যান্স করতে পারছিলেন না।

সম্ভাব্য ভারতীয় একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিশভ পন্থ, রবি অশ্বিন, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার

 

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর