বাংলা হান্ট ডেস্ক : কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ‘ভারত জোড়ো যাত্রা’ (Bharat Jodo Yatra) দারুণ উন্মাদনা সৃষ্টি করেছিলেন। তার সুফল মিলেছে সম্প্রতি। কর্নাটকে (Karnataka) বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতা দখল করেছে কংগ্রেস (Congress)। এবার জনসংযোগ রক্ষায় নতুন অবতারে ধরা দিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। মধ্যরাতে সওয়ার হয়ে গেলেন ট্রাকে। কথা বললেন ট্রাক চালকের সঙ্গে। মালপত্র পরিবহণের ক্ষেত্রে কী কী সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাঁদের, সে বিষয়ে তথ্য সংগ্রহ করলেন।
জানা যাচ্ছে, সোমবার রাতে দিল্লি থেকে চণ্ডীগড় যাচ্ছিলেন রাহুল। হরিয়ানার অম্বালায় সেই সময়ই একটি ট্রাকে উঠে পড়েন তিনি। চালকের পাশের আসনে বসে পড়েন। তার পর রওনা দেন। যাত্রাপথে দীর্ঘ ক্ষণ কথা বলেন ওই ট্রাকের চালকের সঙ্গে। ট্রাকে সওয়ার হওয়া থেকে, চালকের পাশে বসে রাহুলের ওই যাত্রার ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাতে প্রশংসা কুড়িয়েছেন রাহুল।
यूनिवर्सिटी के छात्रों से
खिलाड़ियों से
सिविल सर्विस की तैयारी कर रहे युवाओं से
किसानों से
डिलीवरी पार्टनरों से
बस में आम नागरिकों से
और अब आधी रात को ट्रक के ड्राइवर से
आख़िर क्यों मुलाक़ात कर रहे हैं राहुल गांधी?
क्योंकि वो इस देश लोगों की बात सुनना चाहते हैं,… pic.twitter.com/HBxavsUv4f
— Supriya Shrinate (@SupriyaShrinate) May 23, 2023
কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কোনও জনসংযোগ কর্মসূচি গৃহীত হয়নি। তবে রাহুল শিমলা যেতে পারেন বলে শোনা যাচ্ছে। কারণ এই মুহূর্তে সপরিবারে শিমলায় রয়েছেন তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর সঙ্গে দেখা করতে যেতে পারেন রাহুল। তার আগেই ট্রাকে সওয়ার রাহুলের ভিডিওটি সামনে এল।
কংগ্রেস নেতা ইমরান প্রতাপগড়ী ট্রাকে সওয়ার রাহুলের একটি ভিডিও শেয়ার করে লেখেন, ‘ট্রাক ড্রাইভারদের সমস্যা জানতে, ওঁদের মাঝে হাজির হলেন রাহুল গান্ধী। জাতীয় সড়ক ১-এ ট্রাকে সওয়ার হলেন। এ ভাবে ট্রাক ড্রাইভারদের সঙ্গে কথা বলা, তাঁদের সমস্যা জানতে চাওয়ার কাজ রাহুল গাঁধীই করতে পারেন। আপনিই অসম্ভবকে সম্ভব করতে পারেন রাহুলজি।’
ट्रक ड्राइवर्स की समस्याओं को जानने के लिये उनके बीच पँहुच जाना और फिर उनके साथ #NH1 पर ट्रक की सवारी करते हुए उनसे बातें करना, ये सिर्फ राहुल गॉंधी ही कर सकते हैं।
कमाल करते हैं आप राहुल जी।@RahulGandhi pic.twitter.com/s2iFTQ1pPw— Imran Pratapgarhi (@ShayarImran) May 23, 2023
কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ লেখেন, ‘বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, খেলোয়াড়, সরকারি চাকরিপ্রার্থী যুবক, কৃষক, ডেলিভারি পার্টনার, বাসে আম নাগরিকদের সঙ্গে কথা বলার পর, মধ্যরাতে হঠাৎ এক ট্রাক চালকের সঙ্গে কেন দেখা করলেন রাহুল গান্ধী? কারণ উনি দেশের মানুষের কথা শুনতে চান, সকলের সমস্যার কথা জানতে চান।’
সুপ্রিয়া আরও লেখেন, ‘ওঁকে এ ভাবে দেখে আস্থা জাগে। কেউ তো আছেন, যিনি দেশবাসীর উজ্জ্বল ভবিষ্যতের জন্য আত্মত্যাগ করতে প্রস্তুত, কেউ তো আছেন, যিনি ঘৃণার বাজারে ভালবাসার দোকান খুলছেন এবং ধীরে ধীরে বিশ্বাস ফিরে আসছে যে দেশ আবারও ভালবাসা এবং শান্তির পথে ফিরতে চায়।’