সবাইকে চমকে দিয়ে আবার সভাপতি হচ্ছেন কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী

বাংলা হান্ট ডেস্ক : কংগ্রেসের জন্মলগ্ন থেকে সেই গাঁধী পরিবারের এই জাতীয় দলে একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। সে যে কোনও কাজের ক্ষেত্রেই হোক না কেন। এক সময় গান্ধী পরিবার থেকেই দু দুবার দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। এর পর সনিয়া গাঁধী রাহুল গাঁধী প্রিয়ঙ্কা গাঁধী সকলেই কিন্তু রাজনীতির সঙ্গেই জড়িত। জন্মলগ্ন থেকে সকলেই এক কথায় কংগ্রেসের সঙ্গেই যুক্ত। রাহুল গাঁধীও সিরিয়ার রাজনীতি দিয়েই শুরু করেছিলেন তাই এক সময় রাহুল গাঁধীর কংগ্রেসের বেশ প্রভাব লক্ষ্য করা গিয়েছিলrahul gandhi 1200

কিন্তু লোকসভা নির্বাচনের আগে অর্থাত্ চলতি বছরের জানুয়ারি মাসে হঠাত্ করেই রাহুল গাঁধী হঠাত্ করেই সভাপতি পদ থেকে ইস্তফা নিয়ে ছিলেন। কিন্তু আবারও নাকি রাহুল সেই পদে ফিরতে চলেছে। নতুন বছরের শুরু থেকেই কংগ্রেসের বৈঠক এবং প্রস্তুতিও শুরু হচ্ছে। যেহেতু রাহুল গাঁধীর সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তাই সেখানে তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধীকে কোনও ভাবে বসানো যাবে না বলে সরাসরি জানিয়ে দিয়েছিলেন রাহুল

তবে মাত্র নয় মাসের মাথায় আবারও দলের সভাপতি হচ্ছেন তিনি। সেই সময় গুঞ্জন উঠেছিল তাঁর মা নাকি তাঁর ওপর আস্থা রাখতে পারছেন না। এমনকি সে সময় প্রিয়ঙ্কা গাঁধী বঢরাকে পূর্ব উত্তর ভারতের সভাপতি পদের দায়িত্ব দেওয়া হয়েছিল। এমনকী সনিয়া গাঁধী নিজেই নিজের পদ থেকে ইস্তফা দেবেন বলে শোনা গিয়েছিল যদিও শেষ অবধি সে সব কিছুই হয়নি। তবে আবারও দলকে শক্ত পোক্ত করে তুলতে এ বার মাঠে নামছে কংগ্রেস। তাই তো আগামী বছরের শুরুতেই দলীয় অন্দরে বৈঠক হওয়ার কথা।

সম্পর্কিত খবর