‘রাহুল গান্ধীই হবেন আগামী প্রধানমন্ত্রী!” বড়সড় ভবিষ্যদ্বাণী এই সন্ন্যাসীর

বাংলাহান্ট ডেস্ক : কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) বর্তমানে কর্ণাটক সফরে রয়েছেন। 2023 সালে কর্ণাটকে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। এমন পরিস্থিতিতে রাহুল গান্ধীর এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় হুবলি পৌঁছেছেন রাহুল।দ লীয় সভায় যোগদানের পর, তিনি বুধবার দলীয় নেতা ডি কে শিবকুমার এবং কেসি ভেনুগোপালের সাথে চিত্রদুর্গার শ্রী মুরুগা মঠ পরিদর্শন করেন। লিঙ্গায়েত সম্প্রদায়ের মধ্যে শ্রী মুরুগা মঠের অত্যন্ত গুরুত্ব রয়েছে।রাহুল তাই সফরে এই মঠকে লিস্টে রেখেছিলেন। প্রাক্তন কংগ্রেস সভাপতি সেখানে গিয়ে বলেন যে তিনি ইষ্টলিঙ্গ এবং শিবযোগ সম্পর্কে বিস্তারিত জানতে ইচ্ছুক।

সংবাদ সংস্থা এএনআই-এর মতে, রাহুল গান্ধী বলেছেন, “আমি বেশ কিছুদিন ধরে বাসভন্ন জিকে অনুসরণ করছি এবং এই বিষয়ে পড়ছি। তাই, এখানে আসা আমার জন্য সত্যিকারের সম্মানের। আমার একটি অনুরোধ আছে, আমার কাছে এমন কাউকে পাঠান যিনি আমাকে ইষ্টলিঙ্গ এবং শিবযোগ সম্পর্কে বিস্তারিত বলতে পারেন, আমি সম্ভবত এটি থেকে আরো জ্ঞান লাভ করতে সক্ষম হব।”

এর পরই সন্ন্যাসী হাভেরি হোসামুত্ত স্বামী বলে বসেন, ” রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবেন!” এই মন্তব্যের পর রীতিমতো অস্বস্তিতে পড়ে মঠ কর্তৃপক্ষ। পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন শ্রী মুরুগরাজেন্দ্র মঠের প্রধান শ্রী শিবমূর্তি মুরুঘা শরণরু।

এরপর কংগ্রেস নেতা রাহুল গান্ধী চিত্রদুর্গার শ্রী মুরুঘা মঠের দ্রষ্টা ডক্টর শ্রী শিবমূর্তি মুরুঘ শরনারুর কাছ থেকে লিঙ্গ দীক্ষা নেন।সাধারণত, লিঙ্গায়ত সম্প্রদায়ের লোকেরা স্ফটিকের তৈরি ইষ্টলিঙ্গ পরিধান করে এই আচারটি পালন করে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর