ভারত জোড়ো যাত্রা শেষ হতেই লুক বদল রাহুলের, বিদেশে যেতে ছেঁটে ফেললেন দাঁড়ি-গোঁফ

বাংলা হান্ট ডেস্ক : হঠাৎ নতুন চেহারায় আবির্ভাব। যে দাড়ি নিয়ে এত ঝামেলা, এত কুৎসা সেই দাড়িই আর রাখলেন না রাহুল গান্ধী (Rahul Gandhi)। একগাল কাঁচা পাকা দাড়ি ট্রিম করে কংগ্রেস নেতাকে দেখা গেল নয়া রূপে। কালো স্যুট আর মেরুন টাই পরে ছবি তুলে পোস্ট করলেন সোশ্যাল মিডিয়াতেও।

ইন্ডিয়ান ইউথ কংগ্রেসের টুইটার হ্যান্ডেল থেকে বুধবার সকালে একটি ছবি টুইট করা হয়। সেই ছবিতে দেখা যাচ্ছে নয়া লুকে হাজির হয়েছেন রাহুল গান্ধী। স্যুটেড বুটেড হয়ে এক্কেবারে সাহেব বনে গেছেন রাহুল। দাড়িও সুন্দর করে ট্রিম করা। ইউথ কংগ্রেস সূত্রে খবর, এখন ব্রিটেনে রয়েছেন রাহুল। কংগ্রেস সাংসদ সেখানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতা দেবেন। ‘লার্নিং টু লিসন ইন দ্য ২১ সেঞ্চুরি’ নামের একটি আলোচনা সভায় ভাষণ দেবেন তিনি। আর সে কারণেই দাড়ি ছেঁটে ফেললেন রাহুল। শুধুমাত্র দাড়িই নয়, রাহুলকে দেখা গিয়েছে চুলের নতুন কায়দাতেও।

ভারত জোড়ো যাত্রা চলাকালীন দাড়ি বাড়াতে শুরু করেছিলেন রাহুল গান্ধী। চার মাসের যাত্রা সমাপ্তির পর দেখা যায় তাঁর চেহারা একেবারে পরিবর্তন হয়ে গিয়েছে। এই দাড়ি ভর্তি মুখ নিয়ে একাধিক কটাক্ষেরও শিকার হতে হয় রাহুলকে। এমনকি কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে সাদ্দাম হোসেনের সঙ্গেও তুলনা করা হয়।

দাড়ির জনঢ় রাহুলকে কটাক্ষ করেন অসমের মুখ্যমন্ত্রী (Assam Chief Minister) হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। তিনি বলেন, ‘রাহুলজী , আপনার মুখ এমন হওয়া উচিত যাতে সাধারণ মানুষ আপনার মধ্যে মহাত্মা গান্ধী ও সর্দার প্যাটেলের কথা মনে পড়ে। কিন্তু, এমন হবে না যাতে সাদ্দাম হোসেনের মুখ মনে পড়ে। আমি দেখলাম যে রাহুলের মুখের আকারের পরিবর্তন হচ্ছে। কেন আপনার মুখ সাদ্দাম হোসেনের মত হয়ে যাচ্ছে?’

ভারত জোড়া যাত্রা চলাকালীন রীতিমতো চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল রাহুল গান্ধীর এই মুখ ভর্তি দাড়ি। এই সময়ের মধ্যে রাহুল গান্ধী শেভ করেননি বলেই জানা যাচ্ছে। তার এই লুক নিয়ে সোশাল মিডিয়ায় আলোচনা চলেছে। মানুষ একাধিকবার জানতে চেয়েছেন কেন তিনি দাড়ি বাড়াচ্ছেন? রাহুল গান্ধী বলেন, ‘জানি না, তবে ভারত জোড়ো যাত্রার সময় আমার কেন মনে হয়েছিল যে আমার দাড়ি কামানো উচিত নয়। আমার চুল কাটা উচিত নয়। এখন তা বাড়ছে। কখনও কখনও এটি বেশ সমস্যা তৈরি করে। বিশেষ করে যখন আমি খাবার খাচ্ছি।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর