জেল ফেরত আসামীর মুখে বিচারব্যবস্থার সমালোচনা শুনতে হচ্ছে! কুণালকে আক্রমণ রাহুলের

বাংলাহান্ট ডেস্ক : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালো বিজেপি। বিজেপি নেতা রাহুল সিনহা শুক্রবার বিকেলে একটি জনসভা থেকে বললেন, “একজন জেল ফেরত আসামী বিচার ব্যবস্থাকে আক্রমণ করছে তদন্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে।”

রাহুল সিনহা এদিন বলেছেন, “বিচার ব্যবস্থাকে হেয় করতে শিখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেই বিভিন্নভাবে হেয় করেছেন বিচারব্যবস্থাকে। এটা খুবই স্বাভাবিক ঘটনা যে তার সঙ্গী সাথীরাও এই জিনিস করবেন।”

রাহুল সিনহা বলেন, “তদন্তকারীরা চোরদের খুব কাছে পৌঁছে গিয়েছেন বলেই তারা বিচার ব্যবস্থাকে গালি দিতে শুরু করেছে। ঠিক এই কারণেই তেলে বেগুনে জ্বলে উঠছে তৃণমূলের নেতারা। কার নির্দেশে দুর্নীতি হয়েছে তা ইতিমধ্যেই প্রকাশ্যে চলে এসেছে। সবকিছু পরিষ্কার বলেই তৃণমূল এখন উষ্মা প্রকাশ করছে।”

পাশাপাশি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে আক্রমণ করে রাহুল সিনহা বলেন, “আর কে উষ্মা প্রকাশ করেছে? যে সারদার টাকা চুরি করে জেলে গিয়েছিল। এখনও মামলা চলছে তার বিরুদ্ধে। এমন কোন গ্যারান্টি নেই যে সে কাল জেলে যাবে না। এইরকম একজন জেল ফেরত আসামী বিচার ব্যবস্থার বিরুদ্ধে আঙুল তুলছে। এটা সম্পূর্ণ গণতন্ত্রকে অবমাননা ও ধ্বংস করার চেষ্টা। আমরা তীব্র নিন্দা করছি।”

rahul sinha 1

শুক্রবার বিকেলে একটি সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, “নিজেকে অরণ্যদেব ভাবছেন কেউ কেউ। বিচারকের চেয়ারের প্রটেকশন নিয়ে কেউ যদি আমার দলকে তুলে দেওয়ার কথা বলে তাহলে তাকে কি আমি রসগোল্লা খাওয়াবো?”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর