রাহুলের সেঞ্চুরি! নিউজিল্যান্ডের কাছে ২৯৭ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল ভারত।

ভারত এবং নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। আর আজ সিরিজের তৃতীয় ম্যাচ ছিল। এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন, এর ফলে প্রথমে ব্যাটিং করতে আসে ভারতীয় দল।

ব্যাটিং করতে এসে শুরুতেই বড় ধাক্কা খায় ভারতীয় দল। মাত্র 8 রানের মাথায় ওপেনার মায়াঙ আগারওয়াল আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। তারপরে ব্যাটিং করতে নামেন ভারত অধিনায়ক বিরাট কোহলি কিন্তু তিনিও বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। ব্যক্তিগত নয় রান করে আউট হয়ে ফিরে যান বিরাট কোহলি। তারপর ওপেনার পৃথ্বী শাহ এবং শ্রেয়স আইয়ার একটা ভালো পার্টনারশিপ তৈরি করলেও ব্যক্তিগত 40 রান করে রান আউট হন পৃথ্বী শাহ।

1774176741740c4252e9b2d985df9abf30a4eddd1

তারপর কে এল রাহুল এবং শ্রেয়াস আইয়ার ভারতীয় দলের রান নিয়ে যায় বড় রানের দিকে। অর্ধশত রান করার পর শ্রেয়স আইয়ার হন সেই সময় ক্রিজে নামেন মনিশ পান্ডে। মনীশ পাণ্ডেকে সঙ্গে নিয়ে ভারতের স্কোর লাইন বড় রানের দিকে নিয়ে যান কে এল রাহুল। রাহুল এই ম্যাচে সেঞ্চুরি করেন। নির্ধারিত 50 ওভার শেষে সাত উইকেট হারিয়ে ভারতের রান 296।

ভারতের স্কোর লাইন:-
মায়াঙ আগারওয়াল 1(3), পৃথ্বী শাহ 40(42), বিরাট কোহলি 9(12), শ্রেয়স আইয়ার 62(63), কে এল রাহুল 112 (113), মনীশ পাণ্ডে 42(48), রবীন্দ্র জাদেজা 8(7), শার্দুল ঠাকুর 7(8), নবদীপ সাইনি 8(6)।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর