এই স্টার ওপেনারের কারণে শেষ হতে পারে শিখর ধবনের কেরিয়ার, এবার সুযোগ পাওয়া মুশকিল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান শিখর ধাওয়ান একসময় ভারতীয় ব্যাটিংয়ের সবচেয়ে বড় ভরসা হিসাবে বিবেচিত হতেন। রোহিত শর্মার সঙ্গে তার ওপেনিং জুটি দারুণ হিট হলেও দীর্ঘদিন ধরে শেষ কিছু সময় ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। এমন পরিস্থিতিতে তার জায়গা নিয়েছেন ভারতের আরেক তারকা ব্যাটসম্যান। এই তারকা ক্রিকেটারের কারণে শিখরের কেরিয়ার বিপদের মুখে পড়েছে। একই সঙ্গে আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে ভারতীয় দলে দরজায় ধাওয়ানের ওপেনিং স্পটের দাবিদার হয়েই কড়া নাড়ছেন কিছু তরুণ।

তারকা ব্যাটসম্যান শিখর ধাওয়ান দীর্ঘদিন ধরেই টিম ইন্ডিয়ার বাইরে রয়েছেন। ২০১৮ সালে ধাওয়ান তার শেষবার দীর্ঘতম ফরম্যাটে মাঠে নেমেছিলেন। এরপর ভারতীয় দলে ওপেনার হিসাবে জায়গা নিশ্চিত করেছেন একাধিক ব্যাটার। লোকেশ রাহুল, রোহিত শর্মা, শুভমান গিল ও মায়াঙ্ক আগরওয়াল এখন ভারতীয় টেস্ট দলে ওপেনার হিসাবে চার অপশন। টি টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেটের ক্ষেত্রেও দলের বাইরে ধাওয়ান। এমনকি সম্প্রতি অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এও খেলার সুযোগ পাননি তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ধাওয়ানকে বসতে হয়েছিল।

kl rahul 1

বেশ কিছুদিন ধরেই ভারতীয় দলে জায়গা পাকা করে নিয়েছেন লোকেশ রাহুল। ভারতের হয়ে প্রতিটি ফরম্যাটেই রান করেছেন তিনি। তার ক্লাসিক ব্যাটিংয়ে বিপক্ষ দলের বোলাররা আতঙ্কিত। এখন বিপজ্জনক ব্যাটসম্যান রোহিত শর্মার সঙ্গে তার হিট ওপেনিং জুটি গড়েছেন রাহুল। টি টোয়েন্টি বিশ্বকাপ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে রাহুল তার খেলা দিয়ে সবার মন জয় করেছিলেন। টেস্ট ক্রিকেটে নিজের গৌরব বজায় রেখেছেন রাহুল।

টিম ইন্ডিয়াতে শিখর ধাওয়ানের প্রত্যাবর্তন অসম্ভব বলে মনে হচ্ছে, কারণ রাহুল ওপেনার হিসেবে নিজের জায়গা পাকা করেছেন। আইসিসির মতো বড় টুর্নামেন্টেও ভারতীয় দলের জন্য ধাওয়ানকে বেছে নিচ্ছেন না নির্বাচকরা। অনেক তরুণ ওপেনার ব্যাটসম্যান দুর্দান্ত পারফর্ম করে ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন। এমতাবস্থায় ধাওয়ানের কেরিয়ারের ওপর একটা প্রশ্নচিহ্ন লেগে গেছে বহুদিন ধরেই।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর