দক্ষিণেশ্বরে বস্তি উচ্ছেদে এসে ফের ব্যর্থ রেল! বুলডোজার রুখতে পদক্ষেপের হুঁশিয়ারি মদনের

বাংলা হান্ট ডেস্কঃ পরপর পাঁচবার! বারংবার চেষ্টা করেও এক প্রকার খালি হাতে ফিরতে হয়ে চলেছে রেল কর্তৃপক্ষকে। এদিনও হলো না তার অন্যথা। দক্ষিণেশ্বরের (Dakshineswar) বস্তি উচ্ছেদ করার উদ্দেশ্য নিয়ে গিয়েছিল রেল, অথচ বাধার মুখে পড়ে অবশেষে ফিরে আসতে হল তাদের।

উল্লেখ্য, বিগত বেশ কিছু সময় ধরে দক্ষিণেশ্বরে বস্তি উচ্ছেদ করতে মরিয়া হয়ে উঠেছে রেল কর্তৃপক্ষ। বারংবার ধরে এলাকায় উচ্ছেদ অভিযানের চেষ্টা করলেও প্রতিবারই বাধার মুখে পড়ে ফিরে আসতে হয় তাদের। এদিনও একই ভাবে রেল কর্তৃপক্ষকে নিজেদের কাজে বাধা দেয় স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে তাদের উদ্দেশ্যে এদিন কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র।

রেলের অভিযান প্রসঙ্গে স্থানীয় বাসিন্দাদের দাবি, “দক্ষিণেশ্বরে এই এলাকায় বারংবার ধরে উচ্ছেদ অভিযান করার চেষ্টা করে চলেছে রেল। এক্ষেত্রে উচ্ছেদ অভিযানের কারণে একপ্রকার খণ্ডযুদ্ধের সৃষ্টি হয়েছে। আমরা বেঁচে থাকার জন্য লড়াই করে যাচ্ছি। অথচ সে বিষয়ে না ভেবে বারংবার উচ্ছেদ অভিযান করার চেষ্টা করছে রেল। এতে আমাদের রাতের ঘুম পর্যন্ত চলে গিয়েছে। সরকারকে জানানো হয়েছে, দেখা যাক কি হয়।”

এদিনকার অভিযান প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দার দাবি, “আজকে পুনরায় একবার অভিযানে এসেছিল রেল কর্তৃপক্ষ। জেসিবি নিয়ে দাঁড়িয়ে ছিল তারা। প্রতিটি মানুষের মনে আতঙ্ক ধরে গিয়েছে। ছট পুজোর আগে আমাদের মাথার উপর ছাদ থাকবে কিনা, সে বিষয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে, জোর করে কোন কাজ হয় না।”

উল্লেখ্য, অতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যে কোন জায়গা যদি খালি করতে চায় রেল, তবে তাদের পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করতে হবে।” এক্ষেত্রে দক্ষিণেশ্বরে রেলের অভিযান নিয়ে ইতিমধ্যেই ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দাদের। একইসঙ্গে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র।

madan mitra a 1

এদিন মদন বলেন, “ওরা অন্যায় করে চলেছে। এর আগে আমি ডিআরএম-র সঙ্গে কথা বলেছি। গায়ের জোর দিয়ে কাজ করা চলবে না। ছট মাইয়া, জগদ্ধাত্রীর পাওয়ার রয়েছে। এরপরেও ওরা যদি অভিযান করতে আসে, তাহলে তৃণমূল কংগ্রেস রুখে দেখিয়ে দেবে। পুনর্বাসন ছাড়া কখনোই উচ্ছেদ সম্ভব নয়। জোর করে তুলতে চাইলে জোর করে জবাব দেওয়া হবে।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর