বিশ্বের সর্বোচ্চ রেলপথ! দিল্লি থেকে এবার ট্রেনেই পৌঁছানো যাবে লাদাখ

BanglaHunt : অভিনব পদক্ষেপ নিতে চলেছে ইন্ডিয়ান রেলওয়েস, দিল্লি থেকে লেহ-লাদাখ পৌঁছে যাওয়া যাবে রেলপথেই। খুব সম্ভবত বিশ্বের সর্বোচ্চ রেলপথ হবে এটি। এই পথে ট্রেন পরিষেবা চালু হলে ভারতীয় রেলের মুকুটে আরও একটি পালক জুড়বে।

এই ট্রেন লাদাখ পৌঁছবে সুন্দরনগর, মাণ্ডি, মানালি, কেইলং, কোসকার, দারচা , উপসি এবং কেরু হয়ে। আশা করা হচ্ছে আর ৩০ মাসের মধ্যেই শুরু হয়ে যাবে এই রেলযাত্রা। ২০ ঘণ্টার মধ্যে দিল্লি থেকে লাদাখ পৌঁছে যাওয়া যাবে এই ট্রেনে করে।bda47 6fc2ae2a 688f 4859 a2dd 08ead4686227

প্রায় ৮৩,৩৬০ কোটি টাকা খরচ পড়বে ৪৬৫ কিলোমিটার এই রেলপথ পাততে। মোট ৭৪টি টানেল পড়বে এই রেলপথে। রেল সূত্রে জানা গিয়েছে, এই পথে ১২৪টি ব্রিজ ও ৩৯৬টি ছোট ব্রিজ পড়বে। কেইলঙে হবে উচ্চতম রেল স্টেশন।

সম্পর্কিত খবর