চলবে ১০০ বিশেষ‌ ট্রেন, অযোধ্যা রেল স্টেশনে কোটি-কোটি ব্যয়! কী কী পরিবর্তন হচ্ছে?

বাংলা হান্ট ডেস্ক: জানুয়ারি মাসের শেষ সপ্তাহে উদ্বোধন হবে অযোধ্যার (Ayodhya) রাম মন্দিরের (Ram Mandir)। রাম মন্দিরের আদলে অযোধ্যা রেলওয়ে স্টেশনের (Ayodhya Railway Station) সামনের গেট এবং সম্মুখভাগ তৈরি করেছে রেল। মন্দির উদ্বোধনের সময় বিপুল ভিড় হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। আর সেই কারণেই বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা করছে রেল।

মনে করা হচ্ছে, উদ্বোধনের সময় ওই এক সপ্তাহ অযোধ্যার জন্য ১০০টিরও বেশি বিশেষ ট্রেন চালাতে পারে রেল (Rail)।

আরও পড়ুন: মাত্র ২ ঘণ্টায় দার্জিলিং! ৩২০ কিমি/ঘণ্টা বেগে চলবে দেশের প্রথম বুলেট ট্রেন, কোন রুটে?

রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে অযোধ্যা রেলওয়ে স্টেশনের পুনর্নির্মাণের কাজ দুটি ধাপে করা হচ্ছে। ২৪০ কোটি টাকা ব্যয় প্রথম ধাপের কাজ চলতি বছরে ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। এতে স্টেশনের ধারণক্ষমতা বর্তমানে পাঁচ হাজার যাত্রী থেকে একলাফে এক লক্ষ যাত্রী করে তোলা হচ্ছে। অন্যদিকে স্টেশনের সামনের গেট এবং পুরো মুখটি রাজস্থানের ভরতপুরের বংশী পাহাড়পুরের পাথর দিয়ে তৈরি করা হচ্ছে, যা রামলালার মন্দির (Ram Mandir) তৈরিতে ব্যবহার করা হয়েছে। ওই বিখ্যাত পাথরের বয়স পাঁচ হাজার বছরেরও বেশি বলে জানা গিয়েছে। এই পাথরের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, বৃষ্টি হলে এই পাথর আরও চকচকে হয়ে যায়।

স্টেশনের সামনে এবং প্ল্যাটফর্মে আটটি মন্দিরের মতো পিরামিড তৈরি করা হয়েছে। স্টেশনের সামনের গেট থেকে প্রবেশ করলে অযোধ্যা মন্দিরের প্রবেশের আনন্দদায়ক অনুভূতি পাবেন সাধারণ মানুষ। স্টেশনের কাছে পুরষোত্তম ভগবান শ্রী রামের মূর্তিও স্থাপন করা হতে পারে বলে জানা গিয়েছে।‌ স্টেশনের ভিতরে বিভিন্ন কারুকার্যও করা হয়েছে।

ram mandir2

জানা গিয়েছে, বর্তমানে ওই স্টেশনে তিনটি প্লাটফর্ম রয়েছে। তবে ৪২২ কোটি টাকা নির্মাণের দ্বিতীয় পর্যায়ে আরও ছয়টি প্লাটফর্ম (Platform) তৈরি করা হবে, যেখান থেকে আরও বেশি সংখ্যক ট্রেন চালানো সম্ভব হবে।

Avatar
Monojit

সম্পর্কিত খবর