চাকরিপ্রার্থীদের জন্য এবার বিরাট সুখবর! প্রচুর শূন্যপদে নিয়োগ করতে চলেছে রেল, এখনই করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার বড়সড় সুখবর সামনে এল। ইতিমধ্যেই, প্রচুর শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রেলের তরফে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (Railway Recruitment Cell, RRC) এবং সেন্ট্রাল রেলওয়ে (Central Railway, CR) General Departmental Competitive Examination (GDCE)-এর মাধ্যমে এবার স্টেনোগ্রাফার, সিনিয়র কমন ক্লার্ক কাম টিকিট ক্লার্ক সহ একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে মোট শুন্যপদের সংখ্যা ছাড়াও এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

মোট শূন্যপদের সংখ্যা: জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, আপাতত ৫৯৬ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

 শূন্যপদের বিবরণ: স্টেনোগ্রাফারের জন্য শুন্যপদের সংখ্যা হল ৮ টি। পাশাপাশি, সিনিয়র কমন ক্লার্ক কাম টিকিট ক্লার্কের ক্ষেত্রে শুন্যপদের সংখ্যা হল ১৫৪ টি। অপরদিকে, গুডস গার্ডের জন্য শুন্যপদের সংখ্যা হল ৪৬ টি। এছাড়াও, স্টেশন মাস্টারের জন্য ৭৫ টি, জুনিয়র অ্যাকাউন্ট সহকারীর ক্ষেত্রে ১৫০ টি এবং জুনিয়র কাম ক্লার্ক কাম টিকিট ক্লার্কের ক্ষেত্রে ১২৬ টি শুন্যপদ রয়েছে বলে জানা গিয়েছে।

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের ক্ষেত্রে ইচ্ছুক আবেদনকারীদের অবশ্যই দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে। পাশাপাশি, অন্যান্য পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি বা তার সমমানের যোগ্যতাও থাকতে হবে।

বয়সসীমা: এই পদে ৪২ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন সাধারণ প্রার্থীরা। অপরদিকে, অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্তরা ৪৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়াও, সংরক্ষিত বিভাগের (যেমন SC/ST) প্রার্থীদের ক্ষেত্রে ৪৭ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

কিভাবে হবে নির্বাচন: রেলওয়ের এই শূন্যপদগুলিতে নিয়োগের জন্য প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা, দক্ষতা পরীক্ষা, নথি যাচাই ও মেডিকেল পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হবে। পরীক্ষায় MCQ প্রশ্ন থাকবে। পাশাপাশি, প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৩ নম্বর হিসেবে নেগেটিভ মার্কিংও করা হবে।

rail job

অফিসিয়াল ওয়েবসাইট: ইচ্ছুক প্রার্থীরা rrccr.com এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

গুরুত্বপূর্ণ তারিখ: ইতিমধ্যেই ২৮ অক্টোবর, ২০২২ তারিখ থেকে এই শূন্যপদগুলিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যা চলবে আগামী ২৮ নভেম্বর, ২০২২ পর্যন্ত। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রেলওয়ের এই নিয়োগটি RPF/RPSF কর্মীরা ব্যতীত কেন্দ্রীয় রেলওয়ের সকল নিয়মিত রেল কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে বলেও জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর