ফুঁসছে জোড়া ঘূর্ণাবর্ত! বুধেও দক্ষিণবঙ্গের ৮ জেলায় ঝেঁপে বৃষ্টি, কতদিন থাকবে স্বস্তির আবহাওয়া?

বাংলা হান্ট ডেস্কঃ তীব্র গরম থেকে সাময়িক মুক্তি মিলেছে। আবহাওয়ার পূর্বাভাস (Weather Update) মিলিয়ে সোমবার থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত শুরু হয়েছে। তাপপ্রবাহ থেকে মুক্তি পেয়েছে দক্ষিণবঙ্গবাসী (South Bengal)। সোমবারের পর মঙ্গলবারও কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। যে কারণে বুধবার সকালে একধাক্কায় তাপমাত্রার পারদ অনেকখানি নেমে গিয়েছে। হাঁসফাঁস গরম নয়, বরং রয়েছে মনোরম আবহাওয়া।

আলিপুর হাওয়া অফিসের (Alipore Weather Office) থেকে জানানো হয়েছে, সোম-মঙ্গলের পর বুধ এবং বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবার বৃষ্টির (Rain) পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেদিন উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা এবং নদিয়ায় ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গেই উত্তরবঙ্গের (North Bengal) জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

আজ বেশিরভাগ জেলাতেই মেঘলা আকাশ থাকবে। সূর্যের তেজ তেমন দেখা যাবে না। এদিন দুই একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হতে পারে। সেদিন থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। এদিকে বুধবার সকালে বেশ সুন্দর আবহাওয়া থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বৃদ্ধি পাবে তাপমাত্রা। বিকেল অথবা সন্ধ্যার পর থেকে শুরু হতে পারে ঝড়বৃষ্টি।

আরও পড়ুনঃ ‘অযোগ্য প্রমাণ হলে…’! ‘চাকরিহারা’দের বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের, উড়ল রাতের ঘুম!

কলকাতাতেও এদিন সকালে মেঘলা আকাশ থাকবে। তবে বেলা যত বাড়বে, তত গরম অনুভুথতে শুরু করবে। উঠতে পারে রোদ। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, জোড়া ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হচ্ছে। সমুদ্রপৃষ্ঠ থেকে দেড় কিমি ওপরে একটি ঘূর্ণাবর্ত আছে। যেটি বাংলাদেশ এবং তার সংলগ্ন অঞ্চলের ওপর অবস্থিত। সেই সঙ্গেই আরও একটি ঘূর্ণাবর্ত মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড, রাজস্থান, ওড়িশা, ছত্তিশগড় অবধি বিস্তৃত।

এই দুই জোড়া ঘূর্ণাবর্তের ফলে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। আর সেই কারণেই তৈরি হয়েছে বৃষ্টিপাতের পরিবেশ। চলতি সপ্তাহের শুরু থেকে দক্ষিণবঙ্গ জুড়ে স্বস্তির বৃষ্টি হচ্ছে। যে কারণে তাপপ্রবাহ থেকে মিলেছে সাময়িক মুক্তি। বৃহস্পতিবার আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে।

Weather update

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সমুদ্রতট এবং তীরবর্তী অঞ্চলে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিজ্ঞানীদের আশঙ্কা, কিছু কিছু জায়গায় ২ মিটার অবধি জলোচ্ছ্বাস হতে পারে। এমন আবহাওয়ার কারণে মৎসজীবীদের বাংলার উপকূলে সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর