সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া, শীত না বৃষ্টি! জানুন কি জানালো আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ আজ মঙ্গলবার থেকেই রাজ্যের দক্ষিণ ও পসচিমের জেলাগুলিতে আসছে বৃষ্টি।  বুধ ও বৃহস্পতিবার সরস্বতী পুজোর দিন কলকাতা-সহ গোটা রাজ্যে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।মঙ্গলবার সকাল কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ ছিল কুয়াশায় ঢাকা। কুয়াশার জেরে কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিমান ওঠানামায় সমস্যা হয়। বিকেল থেকেই আকাশ থাকবে মেঘে ঢাকা । যার জেরে বাড়বে রাতের তাপমাত্রা।

rainraj 22jan

আজকের সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ১৭ ডিগ্রি  সেলসিয়াস।  রবিবার সকালে  সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি। আজ সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৫৪ শতাংশ। আগামী দু-তিন দিন রাতের তাপমাত্রা বাড়বে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। …

সোমবার থেকে উত্তর বঙ্গে বৃষ্টি হলেও আজ থেকে দক্ষিণ বঙ্গে আসবে বৃষ্টি। দার্জিলিং কালিম্পং -এ বৃষতির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর । পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় বৃষ্টি হবে । বুধবার থেকে শহর কলকাতা সহ গোটা রাজ্যেই হবে বৃষ্টি। ফলত সরস্বতী পুজোয় ভাসতে চলেছে কলকাতা দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান সহ উত্তরবঙ্গের সবকটি জেলাই।

উত্তর-পশ্চিম ভারতের ঢুকেছে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে আজ, সোমবার থেকে বৃষ্টি শুরু জম্মু-কাশ্মীর হিমাচল প্রদেশ সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। বৃষ্টি বাড়বে আজ মঙ্গলবার থেকে। মঙ্গল ও বুধবার মধ্য ভারত ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টির পূর্বাভাস

সম্পর্কিত খবর