আজ কালবৈশাখী দক্ষিণবঙ্গের ৭ জেলায়, স্বস্তির বৃষ্টি আর কতদিন? জানিয়ে দিল আবহাওয়া দপ্তর

বাংলা হান্ট ডেস্ক: রবিবারের পর নতুন সপ্তাহেও দুর্যোগের আশঙ্কা। সোমবার সকাল থেকেই কলকাতা সহ একাধিক জেলায় মেঘলা আকাশ, কোথাও আংশিক মেঘলা। যে কোনো সময় নামবে বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। ঝড়ের সম্ভাবনাও রয়েছে বেশ কিছু অংশে। তবে কতদিন চলবে এই ঝড়-জল? পয়লা বৈশাখেও ভিজবে বাংলা? জানুন কী বলছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি হতে পারে।

আজ খেল দেখাতে পারে দমকা হাওয়া। দক্ষিণবঙ্গের সব জেলারই কোথাও না কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কালবৈশাখী হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ,বীরভূম ,মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে। হওয়ার গতিবেগ হতে পারে ঘন্টায় ৬০ কিলোমিটার। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

এদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। পাশাপাশি ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে। তবে আজই শেষ নয়, সোমবারের পর মঙ্গলবারও ভিজতে পারে একাধিক জেলার। বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার। এরপর বুধবার বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়। বাকি কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।

weather t

আরও পড়ুন: ফের এক মামলায় ধাক্কা খেল রাজ্য! শিক্ষিকার অভিযোগে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

গতকালের ঝড়-বৃষ্টির কারণে গোটা দক্ষিণবঙ্গেই বেশ কিছুটা তাপমাত্রা কমেছে। আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৩ থেকে ৪ ডিগ্রি মতো তাপমাত্রা কমতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবারের পর বদলাবে আবহাওয়া। কমবে বৃষ্টি। আর বৃষ্টির রেশ কাটলেই তপ্ত গরমে নাভিশ্বাস উঠতে পারে। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে। বইতে পারে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া। তারপর বদলাতে পারে পরিস্থিতি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর