বিকেলে কালবৈশাখীর তাণ্ডব! দক্ষিণবঙ্গের তিন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাসঃ আবহাওয়ার খবর

   

বাংলা হান্ট ডেস্কঃ এপ্রিলের দাবদাহ গরম মে মাসে নেই। তবুও গত কয়েকটা দিন মোটের ওপর শুষ্কই ছিল দক্ষিণবঙ্গ (South Bengal)। আস্তে আস্তে চড়ছিল আবহাওয়ার পারদ। রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখনও সেভাবে স্বস্তি মেলেনি। বুধবার সকালেও দেখা গিয়েছে রোদের তেজ। তবে এর মাঝেই সুখবর শোনাল হাওয়া অফিস।

আবহাওয়া দফতর (Weather Office) জানাচ্ছে, আগামী ৫ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা (Rain Forecast) রয়েছে। বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়াও বইতে পারে। কিছু কিছু জায়গায় আবার কালবৈশাখীও হতে পারে।

বুধবার যেমন মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান সহ সম্পূর্ণ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার আবার দক্ষিণবঙ্গের সকল জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। শনিবারও উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর সহ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ অনুগামীদের ভোটদান প্রভাবিত করে রামকৃষ্ণ মিশন? এবার ‘আসল সত্যি’ ফাঁস করলেন স্বামী সুবীরানন্দ

দক্ষিণের মতো উত্তরও আগামী কয়েকদিন বৃষ্টিতে ভিজতে চলেছে। বুধবার উত্তরবঙ্গের সকল জেলায় বৃষ্টি হতে পারে। দিনাজপুর এবং মালদহে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের বাকি জেলাগুলি হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গে কোনও সতর্কতা জারি কয়া হয়নি।

Today rain in South Bengal North Bengal Kolkata West Bengal weather update 22nd May

অন্যদিকে মে মাসে আবার চোখ রাঙাচ্ছে একটি ঘূর্ণিঝড়। আজই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এই ঘূর্ণাবর্তটি উত্তর-পূর্ব দিকে এগোবে। তবে আগামী শুক্রবার শক্তি বাড়িয়ে সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর এটির গতি এবং দিক দুই-ই পরিবর্তন হতে পারে। তাই আপাতত সেদিকে কড়া নজর রাখছেন আবহাওয়াবিদরা। সব মিলিয়ে, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, গরমকে ‘ক্লিন বোল্ড’ করে আগামী কয়েকটা দিন বেশ স্বস্তিতেই কাটবে দক্ষিণবঙ্গবাসীর। বর্ষা ঢোকার আগে এই বৃষ্টি যে অনেকটা স্বস্তি দেবে তা আর বলার অপেক্ষা রাখে না।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর