ইদে ভিজবে দক্ষিণবঙ্গ, শিলাবৃষ্টি বাংলায় একাধিক জেলায়: এক নজরে দেখুন আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: উৎসবে ভরা এপ্রিল মাস। রবিবার নববর্ষ (Bengali New Year)। আর আজ খুশির ইদ (Eid)। কয়েকদিন থেকে বারবার ভোল বদলাচ্ছে আবহাওয়া। কখনও প্রবল গরম তো কখনও তুমুল ঝড়-বৃষ্টি। আজ ইদের দিনে কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টি কী হবে? কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (West Bengal Weather Update)?

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের (South Bengal) সর্বত্র বৃষ্টির সম্ভাবনা নেই। আজ কলকাতায় আকাশ থাকবে আংশিক মেঘে ঢাকা। বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার হালকা বৃষ্টি চলবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। শুক্রবারও সামান্য বৃষ্টি হতে পারে এই জেলাগুলি। তবে এই দুদিন বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়।

আপাতত দক্ষিণবঙ্গে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম তাপমাত্রা কমার কোনো পূর্বাভাস নেই। আজ থেকে তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে চলেছে। দক্ষিণবঙ্গের মূলত পশ্চিমের জেলা গুলিতে সর্বাধিক ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা।

চলতি সপ্তাহে কলকাতায় সর্বাধিক ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ বৃহস্পতিবার ও শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রির আশেপাশে। আজ দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

weather 9

আরও পড়ুন: এবার ছেলে-মেয়ে সবাই পাবে টাকা! দুর্দান্ত উদ্যোগ PNB’র, এইভাবে করে ফেলুন আবেদন

দক্ষিণে বৃষ্টির পরিমাণ কম থাকলেও উত্তরে আজ থেকে বাড়বে ঝড়-বৃষ্টি। উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। পাশাপাশি ঘন্টায় ৪০ কিমি পর্যন্ত দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। ওদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর