কিছুক্ষণেই বদলে যাবে আবহাওয়া! বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের এই ৭ জেলায়

বাংলা হান্ট ডেস্ক: পুজোয় আগে কমবে বৃষ্টি? ঝড়-বৃষ্টির ধামাল অ্যাকশনের পর আপাতত দুদিন ধরে শান্ত পরিস্থিতি। শনিবার সকাল থেকে ঝলমলে আবহাওয়া। তবে এরই মধ্যে মন খারাপ করা খবর দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। আজ কিছুক্ষণ পরেই রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, কলকাতা এবং শহরতলিতে আজ বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। রাজ্যের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। শহর কলকাতায় (Kolkata Weather Update) বজ্রবিদ্যুৎ (Thunderstorm) সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ার কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে।

তবে পুজো যত এগিয়ে আসবে ততই কমবে বৃষ্টি, তবে বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গে আজও মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বিকেলের দিকে বৃষ্টি হতে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। বাকি উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন: কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি! সাতসকালে আলিপুরদুয়ারের একাধিক জায়গায় CBI হানা

আজ ও আগামীকাল অর্থাৎ রবিবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়।
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও শনিবার থেকে ধীরে ধীরে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে।

weather

আরও পড়ুন: আজও ঝড়-জল! ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায়? জানাল হাওয়া অফিস

আবহাওয়ার উন্নতি হওয়ার সাথে সাথে ফের বাড়বে তাপমাত্রা। সোমবারের পর আবহাওয়ার আরও উন্নতি হবে। শনিবার ও রবিবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পুজোর আগেই চড়বে তাপমাত্রার পারদ।

 

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর