হঠাৎ করে IPL থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে মুখ খুললেন রায়না, জানালেন আসল কারণ

বাংলা হান্ট ডেস্কঃ সুরেশ রায়না কেন এই বছর আইপিএল খেলবেন না? কেন রায়নার মতো একজন টি-টোয়েন্টি স্পেশালিস্ট ক্রিকেটার যার আইপিএলে রয়েছে জুরি জুরি রেকর্ড কিন্তু তার স্বত্তেও এবারের আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন? কেনই বা হঠাৎ করে দুবাই থেকে দেশে ফিরে এলেন? এই নিয়ে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটমহলে চলছে জোর জল্পনা। এরই মধ্যে এই প্রসঙ্গে মুখ খুললেন চেন্নাই সুপার কিংসের তারকা সুরেশ রায়না।

বিশেষ সূত্রে জানা গিয়েছে এই মুহূর্তে চেন্নাই সুপার কিংসে যে ভাবে করোনা ভাইরাস হানা দিয়েছে, যেভাবে একের পর এক চেন্নাই সুপার কিংস এর সদস্যরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাতেই ভয় পেয়েছেন সুরেশ রায়না। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন আমার সন্তানদের থেকে কোন কিছুই বড় হতে পারে না। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নিজের সন্তানদের কথা ভেবে নিজেকে করোনা থেকে সুরক্ষিত রাখার জন্যই এই বছর আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন এই তারকা ভারতীয় ব্যাটসম্যান।

43849908a6183ae8f9571a36b8fc40513e0edc202655642b3d0d5179ca6f55421afef008

এই মুহূর্তে চেন্নাই সুপার কিংসের 13 জন করোনায় আক্রান্ত। তার মধ্যে রয়েছেন দু’জন গুরুত্বপূর্ণ ক্রিকেটার দীপক চাহার এবং ঋতুরাজ গায়কোয়াড। আর সেই কারণেই বর্তমান সময়ে দুবাইতে দলের সঙ্গে থাকা ঠিক হবে না বলে মনে করেছেন সুরেশ রায়না। আর তাই এবার আইপিএল না খেলে ভারতে ফিরে আসার সিদ্ধান্ত নেন রায়না। রায়নার এই সিদ্ধান্তকে পুরোপুরিভাবে সমর্থন করেছেন চেন্নাই সুপার কিংস এর টিম ম্যানেজমেন্ট। রায়নায় এবার আইপিএল না খেলার খবর পাওয়ার পর শেন ওয়াটসন লিখেছেন, “তোমার অনুপস্থিতি অনুভব করবো, তোমাকে খুব মিস করবে পুরো আইপিএল।”

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর