জিরো থেকে হিরো কার্তিক ত্যাগি, ফের তিরে এসে তরী ডুবল পাঞ্জাবের

বাংলা হান্ট ডেস্কঃ আইপিএলে এখনও অবধি লিগ টেবিলের শেষের দিকে থাকা দুটি দল পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়েলস মঙ্গলবার শুরু করল তাদের দ্বিতীয় পর্বের সফর। টসে জিতে এদিন প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক কে এল রাহুল। কিন্তু শুরুতেই পাঞ্জাবকে বেশ কিছুটা চাপে ফেলে দিয়েছিলেন দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং ইভন লুইস। কার্যত দুজনেই রান সংগ্রহ করছিলেন দ্রুতগতিতে। অবশেষে ৩১ রানের মাথায় লুইসকে ফিরিয়ে বিপদজনক হয়ে উঠতে থাকা পার্টনারশিপ ভেঙে দেন অর্শদীপ।

ঠিক তার পরে পরেই রাজস্থানকে ফের একবার বড় ঝটকা দেন বাংলার ঈশান পোড়েল। সঞ্জু স্যামসনকে ৪ রানে ফিরিয়ে পাঞ্জাবকে বড় সফলতা এনে দেন তিনি। তবে লিভিংস্টনকে সঙ্গী করে ইনিংসে এগিয়ে নিয়ে চেষ্টা করেছিলেন যশস্বী। আজ তার হাতে ভালোই কথা বলছিলো ব্যাট। কিন্তু ২৫ রানে তার সঙ্গ ছাড়েন লিয়াম লিভিংস্টোনও। এরপর লোমরোরকে নিয়ে কিছুটা পথ এগোলেও নিজের অর্ধশত রানের আগেই হারপ্রীত বলে ক্যাচ দেন তিনি। ছটি বাউন্ডারি এবং দুটি ছয় দিয়ে সাজানো ছিল আজ তার এই গুরুত্বপূর্ণ ৪৯ রানের ইনিংস। তবে অন্যদিকে মহিপাল লোমরোর আজ ছিলেন বিধ্বংসী ফর্মে। মাত্র ১৭ বলে দুটি চার এবং চারটি ছয় দিয়ে সাজানো ৪৩ রানের যে ভয়ঙ্কর ইনিংস খেলেন তিনি তা ছিল সত্যিই অসামান্য।

কিন্তু এরপরেই কার্যত একটি বড় ধ্বস দেখা যায় রাজস্থানের ব্যাটিংয়ে। পরপর রাহুল তেওয়াটিয়া এবং ক্রিস মরিসকে ফিরিয়ে দিয়ে বড় ধাক্কা দেন শামি। অন্যদিকে তার সঙ্গ দেন অর্শদীপ সিংহও। যার জেরে শেষ পর্যন্ত মাত্র ১৮৫ রানেই থমকে যায় রাজস্থানের ইনিংস। পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ পাঁচটি উইকেট তুলে নেন অর্শদীপ, অন্যদিকে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট তুলে নেন শামি।

জবাবে ব্যাট করতে নেমে আজ অবশ্য শুরু থেকেই ভালো ছন্দে ছিলেন রাহুল এবং মায়াঙ্ক। কার্যত দু’দিক থেকেই চলছিল মারমুখী আক্রমণ। একদিকে যেমন মাত্র ৩৪ বলে নিজের অর্ধশত রান পূর্ণ করেন মায়াঙ্ক। তেমনি অন্যদিকে দুরন্ত খেলছিলেন রাহুলও কিন্তু ঠিক ৪৯ রানের মাথাতেই তাকে প্যাভেলিয়নে ফিরিয়ে দেন চেতন সাকারিয়া। যার ফলে ভেঙে যায় ১২০ রানের ওপেনিং পার্টনারশিপ। কার্যত এর ঠিক পরেই মায়াঙ্ক আগরওয়ালের ৭ টি বাউন্ডারি এবং দুটি ওভার বাউন্ডারি দিয়ে গড়ে তোলা বিস্ফোরক ৬৭ রানের ইনিংসের শেষ করে দেন রাহুল তেওয়াটিয়া।

IMG 20210921 232545

ফলতো ফের একবার ম্যাচে কামব্যাক করার বড় সুযোগ চলে আসে রাজস্থানের কাছে। এর আগেও বেশ কয়েকবার এরকম পরিস্থিতি থেকে ম্যাচ হারার রেকর্ড রয়েছে পাঞ্জাবের। আজ ফের একবার ঠিক তাই হলো তাদের সঙ্গে। পুরান এবং মারক্রাম আশা জাগালেও একবারে শেষ ওভারে প্রথমে ৩২ রানে পুরান এবং পরে হুডাকে ফিরিয়ে দিয়ে ম্যাচে কিছুটা প্রাণ ফিরিয়ে দেন কার্তিক। শেষ বলে দরকার থাকা তিন রান আর সংগ্রহ করতে পারেনি পাঞ্জাব। ফলতো এই রুদ্ধশ্বাস ম্যাচে মাত্র ২ রানে জিতে নেয় রাজস্থান। শেষ ওভারে মাত্র ৪ রান রুখে দিয়ে আজ রাজস্থানের জন্য জিরো থেকে হিরো হয়ে উঠলেন কার্তিক ত্যাগি।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর