কোন শর্তে বিজেপিতে যোগ দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, জানালেন নিজেই

বাংলা হান্ট ডেস্কঃ জল্পনার অবসান। অবশেষে বিজেপিতে যোগ দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ওনার সাথে তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক বৈশালী ডালমিয়া, তৃণমূলের কোন্নগরের বর্তমান বিধায়ক প্রবীর ঘোষাল, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী, অভিনেতা রুদ্রনীল ঘোষ এবং নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সহ সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায় আজ বিজেপিতে যোগ দেয়।

কলকাতা থেকে বিশেষ বিমানে করে দিল্লীতে গিয়ে অমিত শাহের বাসভবনে সাক্ষাৎ করে এনারা সবাই আজ বিজেপিতে যোগ দেন। তবে আগামীকাল হাওড়ার ডুমুরজলার সভা থেকে আনুষ্ঠানিক ভাবে সবাই বিজেপিতে যোগ দেবেন। আজ অমিত শাহের সাথে সাক্ষাৎ করে বেরিয়ে এসে কি কারণে বিজেপিতে যোগ দিলেন জানান রাজীব বন্দ্যোপাধ্যায়।

তিনি জানান, বাংলা আর বাংলার মানুষের উন্নয়নের জন্যই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি বলেন, রাজ্য যেভাবে কেন্দ্রের সাথে বিদ্রোহ করে চলছে, সেভাবে কোনদিনও রাজ্যের উন্নয়ন হবে না। কোনও রাজ্যই কেন্দ্রের সাহায্য না নিয়ে উন্নয়ন করতে পারে না। আমরা চাই রাজ্য আর কেন্দ্র সরকারের মধ্যে একটা তালমেল থাকুক। এরজন্য দুই জায়গায় বিজেপির সরকার দরকার। তিনি বলেন, বিজেপির সরকার হলেই রাজ্যের উন্নয়ন হওয়া সম্ভব।

রাজীববাবু আরও বলেন, রাজ্যের গরিব মানুষদের পাশে দাঁড়াতে, রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখতে বিজেপিতে যোগ দিয়েছি। আমাদের সাথে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সাক্ষাৎ খুবই সৌহার্দ্যপূর্ণ ছিল। আমি ওনার সাথে সাক্ষাৎ করে সন্মানিত বোধ করছি।

তিনি বলেন, বিগত দিনে বাংলার মানুষের যেমন উন্নয়ন হয়েছে, সেই উন্নয়ন আরও হতে পারত যদি কেন্দ্র আর রাজ্যের মধ্যে সমন্বয় থাকত। মানুষের জীবন যাত্রার নিরাপত্তা, মানুষের জীবন যাত্রার উন্নয়নের জন্য আমি বিজেপিতে যোগ দিয়েছি।

তিনি এও জানান যে, আগামীকাল আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই আমি আমার কাজ শুরু করে দেব।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর