বাস কন্ডাকটরি করে চালাতেন পেট, আজ কয়েকশো কোটির মালিক! অবাক করবে রজনীকান্তের জীবন

বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় সিনেমার মহীরুহ স্বরূপ রজনীকান্ত (Rajinikanth)। সাউথ ইন্ডাস্ট্রির শ্রদ্ধেয় ‘থালাইভা’। ৭০ পেরিয়েও তাঁর ক্যারিশ্মা নজর কাড়ার মতো। রজনীকান্তের অ্যাকশন, তাঁর অনস্ক্রিন কাণ্ডকারখানা নিয়ে নানান রসিকতাও চালু আছে। ‘অতিমানব’ হিসেবেই বারবার পর্দায় ধরা দিয়েছেন তিনি। বৃদ্ধ বয়সে পৌঁছে গেলেও সেই ইমেজ বদলায়নি রজনীকান্তের। একই সঙ্গে বদলায়নি তাঁর জনপ্রিয়তাও।

গোটা দেশ এক ডাকে চেনে রজনীকান্তকে। তাঁকে নিয়ে সৃষ্টি হয়েছে গানও। তবে অনেকে রজনীকান্তের ব্যাপারে একটি বড় তথ্য জানেন না। ১৯৭৫ সালে অভিনয় জগতে পা রাখেন তিনি। তার আগে বাস কন্ডাকটরের কাজ করতেন রজনীকান্ত। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়ে কম বয়স থেকেই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা শুরু করেছিলেন তিনি। তারপর এক সময় কন্ডাকটরের চাকরি ছেড়ে অভিনয়ে আসেন রজনীকান্ত।

rajinikanth

বিনোদুনিয়ায় কোনো গডফাদার ছিল না তাঁর। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরেই স্বজনপোষণ স্বাভাবিক ব্যাপার হিসেবে ধরে নেওয়া হচ্ছে। কিন্তু রজনীকান্তের পরিবারের কেউই কখনো অভিনয়ের সঙ্গে যুক্ত থাকেননি। তিনি যা করেছেন সবটাই নিজের দমে, নিজের পরিশ্রমে অর্জন করেছেন।

খালি হাতে এই ইন্ডাস্ট্রিতে এসেছিলেন রজনীকান্ত। এখন দক্ষিণী ফিল্মের সবথেকে ‘দামি’ অভিনেতা বলে মানা হয় তাঁকে। এক একটি ছবির জন্য কোটি কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি। শোনা যাচ্ছে, তাঁর আগামী ছবি ‘জেলার’ এর জন্য প্রায় ১৫০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন রজনীকান্ত।

চেন্নাইয়ের অভিজাত এলাকায় থাকেন তিনি। সূত্রের খবর মানলে, তাঁর বাড়ির দাম প্রায় ৩৫ কোটি টাকা। পাশাপাশি বিলাসবহুল গাড়ির শখও রয়েছে রজনীকান্তের। একটি ১৬ কোটি টাকা দামের রোলস রয়েস ফ্যান্টম, ৬ কোটি টাকা দামের রোলস রয়েস ঘোস্ট রয়েছে তাঁর কাছে। এছাড়াও ল্যাম্বরগিনি, মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ এর মতো দামি গাড়িও রয়েছে রজনীকান্তের সংগ্রহে। বর্তমানে আনুমানিক ৪৩০ কোটি টাকা সম্পত্তির মালিক রজনীকান্ত।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর