‘কেন্দ্রীয় বাহিনী কেন অন্য দেশের সেনা আসলেও তৃণমূলই জিতবে’, ত্রিপুরা ছেড়ে বাংলায় সক্রিয় রাজীব

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ঘোষণা হয়েছে ২০২৩ পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। হাতে মাত্র গোনা কিছুদিন। বর্তমানে মনোনয়ন জমা করার পাশাপাশি শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সকল রাজনৈতিক দল। এই আবহেই এবার খানিক চমক দিল তৃণমূল। হঠাৎ দেখা মিললো সেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajiv Banerjee)। অন্য কোনও দল নয় বরং তৃণমূলের হয়েই তিন জেলার মনোনয়ন প্রক্রিয়া দেখছেন তিনি।

গত বিধানসভা নির্বাচনে ঘাসফুল শূন্য হওয়ার পর কেমন যেন কর্পূরের মতো উবে গিয়েছিলেন তিনি। তবে বহুদিন পর তাকে দেখা গেল স্বমহিমায়। বুধবার জলপাইগুড়ির রাজগঞ্জে ছিলেন নেতা। রাজ্য জুড়ে চলছে সমস্ত রাজনৈতিক দলের মনোনয়ন জমা করার পালা। আজ তার অন্তিম দিন। মনোনয়ন পর্বে প্রথম সারির নেতাদের জেলায় জেলায় পাঠিয়েছে তৃণমূল।

রাজীব জানান, পঞ্চায়েত নির্বাচনে তাকে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই তিন জেলার মনোনয়ন প্রক্রিয়া দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল তরফে। দলের নির্দেশ মতোই জেলার মনোনয়নের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এদিন সাংবাদিকদের প্রশ্নে সাফ জবাবও দেন তৃণমূল নেতা।

rajiv

আত্মবিশ্বাসের সঙ্গে রাজীব বলেন,“পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনী কেন, বাইরের কোনও দেশ থেকে বাহিনী এনে নির্বাচন করলেও তৃণমূল কংগ্রেসই পঞ্চায়েতে (Panchayat Election 2023) জিতবে। কারণ, বিরোধীদের পায়ের নীচে মাটি নেই।”

প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটের তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখান রাজীব। তবে ভোটে বিজেপির পাশাপাশি নিজেও হারার পর ফের প্রত্যাবর্তন করেন তৃণমূলে ফেরেন। এরাজ্য হয়, বরং ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নেন তিনি। এরপর ত্রিপুরায় সংগঠনের দায়িত্ব দেওয়া হয় তাকে।

তবে এবার ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তৃণমূল মাটির সাথে মিশে যাওয়ার পর তারও আর দেখা পাওয়া যায়নি। এবার ফের তৃণমূলের প্রাক্তন মন্ত্রীকে দেখা গেল পঞ্চায়েতের কাজে। ত্রিপুরা নয় বরং বাংলায় জোড়াফুল সৈনিক রূপে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর