BJP-তে যোগ দিতেই ফেসবুক থেকে মমতা ব্যানার্জীর ছবি সরালেন রাজীব বন্দ্যোপাধ্যায়

বাংলাহান্ট দেস্কঃ বিজেপিতে (bjp) যোগ দিতেই ফেসবুক প্রোফাইল থেকে সরে গেল ‘মাতৃসম নেত্রী’ মমতা ব্যানার্জীর ছবি। সেখানে নিজের ছবিই রাখলেন রাজীব বন্দ্যোপাধ্যায় (rajib banerjee)। ক্যাপশনে লিখলেন ‘মানুষের সাথে, মানুষের পাশে’।

রাজ্য সরকারের মন্ত্রীত্ব ছাড়ার পর যে লোকটা তৃণমূলনেত্রীর ছবি সঙ্গে করেই বিধানসভা ছেড়েছিলেন, এমনকি মমতা ব্যানার্জিকে ‘মাতৃসম নেত্রী’ বলেও সম্বোধন করেছিলেন, সেই মানুষটা যখনই বিজেপিতে যোগ দিলেন সঙ্গে সঙ্গেই তাঁর ফেসবুক প্রোফাইল থেকে সরে গেল তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জির ছবি।

144665606 5202187936521732 7040873447297389392 o

নিজের ফেসবুক পেজ থেকে মমতা ব্যানার্জির ছবি সরিয়ে দেওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগেই রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করার কথা আগেই বলেছিলাম আমি। আলোচনা ফলপ্রসূ হলেই, বিজেপি যোগ দেবার কথাও জানিয়েছিলাম। আর এখন যখন আমি বিজেপি যোগ দিয়েছি, তাই এখন আমি বিজেপির সদস্য। সেই অর্থে দেখতে গেলে, আগে যা কিছু ফেসবুক পেজে ছিল, এখন তা তো সবকিছুই সরবে’।

দিল্লীতে ইসরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণের জেরে পরদিন স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের বঙ্গ সফর বাতিল হয়ে যায়। তবে তিনি যে কোন দিন আবার বাংলায় আসার কথাও জানিয়েছেন। এরই মধ্যে এক বিশেষ বিমান পাঠিয়েছিলেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের জন্য। সেই বিমানেই দিল্লী উড়ে গিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

এপ্রসঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে আমায় বারবার বলেছিলেন আগামিকালের যোগদান খুবই গুরুত্বপূর্ণ। নিজেই বিশেষ বিমান পাঠিয়ে ডেকেছিলেন। তাঁর প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং তাঁর এই আচরণে আমি অত্যন্ত সম্মানিতও’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর