এবার IPL-এর সাথে যুক্ত হবেন রজনীকান্ত? ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মহাতারকা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) নিলাম যখন আয়োজিত হয় তখন সবচেয়ে উত্তেজিত যে টিম মালিককে দেখা যায় তার নাম হলো সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) মালিক কাব্য মারান (Kavya Maran)। নিলামে সব সময় যেন তিনি ছটফট করতে থাকেন ক্রিকেটারদের নিজের দলের সামিল করার জন্য। কিন্তু গত কয়েক বছর ধরে তার দলের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। সব সময় গ্যালারিতে উপস্থিত থাকার এসআরএইচ (SRH) মালিককে তাই বেশিরভাগ সময় স্টেডিয়ামে হতাশ হয়ে বসে দেখা যায় সম্প্রতি।

অনেক ক্রিকেটপ্রেমী অভিযোগ তুলেছেন যে আইপিএলের নিলামের সময় একেবারেই মাথা খাটান না কাব্য মারান এবং এসআরএইচ ম্যানেজমেন্ট। কোন প্লেয়ারকে দলে নিলে আখেরে তাদের লাভ হবে এই ব্যাপারটাই উপলব্ধি করতে পারেন না তারা। ফলস্বরূপ গত দুই বছর ধরে অত্যন্ত খারাপ পারফরম্যান্স করেছে অরেঞ্জ আর্মি।

এবার এই নিয়ে মুখ খুলেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা এবং সুপারস্টার রজনীকান্ত। তিনি সম্প্রতি আইপিএলের হায়দারাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিক সম্পর্কে এমন একটি মন্তব্য করেছেন যা নিয়ে জল্পনা শুরু হয়েছে ভক্তদের মধ্যে। তিনি বলেছেন আইপিএল দেখার সময় তার কাব্যর হতাশ মুখ দেখতে একেবারেই ভালো লাগে না।

kavya maran

রজনীকান্ত বলেছেন, “সানরাইজার্স হায়দরাবাদ দলটা কালনিথি মারানের [কাব্য মারানের বাবা] ভালো খেলোয়াড়দের দিয়েই বানানো উচিত। আইপিএল চলাকালীন টিভিতে কাব্যকে এভাবে হতাশ মুখে বসে থাকতে দেখে আমার একদমই ভালো লাগে না, খুবই খারাপ লাগে।”

সানরাইজার্স হায়দরাবাদে একসময় ডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ান, যুবরাজ সিং, কেন উইলিয়ামসন, রশিদ খানের মতো তারকা ক্রিকেটাররা খেলেছেন। কিন্তু তাদের কাউকেই এখন ধরে রাখেনি এসআরএইচ ম্যানেজমেন্ট। এই মুহূর্তে তাদের দলে যে ক্রিকেটাররা রয়েছেন তারা ধারাবাহিকভাবে ভালো খেলতে এবং দল হিসেবে সাফল্য পেতে ব্যর্থ।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর