‘মানুষ নয়, মেশিনের ভোটে জিতছে বিজেপি’, উত্তরপ্রদেশ নিয়ে বিস্ফোরক রাকেশ টিকায়েত

বাংলাহান্ট ডেস্ক : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা আজই। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী সে রাজ্যে ৪০৩টি আসনের মধ্যে ২৭৩টি আসনে এগিয়ে বিজেপিই। সমাজবাদী পার্টি এবং কংগ্রেস এগিয়ে রয়েছে যথাক্রমে ১২২ এবং ২টি আসনে। এরই মধ্যে এবার নির্বাচন এবং ফলাফলকে নিয়ে বড় মন্তব্য করতে শোনা গেল কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েতকে। বিজেপির এগিয়ে থাকা প্রসঙ্গে তিনি দাবি করেন, এই ভোট মানুষ নয় মেশিন দিয়েছে। তাই ব্যালটে ভোট হওয়া উচিত।

এদিন ভারতীয় কিষান ইউনিয়ানের নেতা রাকেশ টিকায়েত বলেন, ‘ভোট মানুষ দেয়নি। কী যে ঘটছে তা কেউই জানে না। এই ভোটগুলি মেশিনের ভোট। ব্যালটের মাধ্যমেই ভোট করতে হবে।’ যদিও একই সঙ্গে এ দাবিও করেছেন যে দলই আসুক তাতে কিছু যায় আসে না কৃষকদের। তিনি বলেন, ‘কেউ না কেউ সরকার গঠন করবেই। আমাদের কাজ আন্দোলন করা। আন্দোলনের কারণেই সব রাজনৈতিক দল কৃষকদের এজেন্ডায় রেখেছে। আন্দোলনের মাধ্যমে আমাদের এটি নিশ্চিত করতে হবে যাতে রাজনৈতিক দলগুলি কৃষকদের ভুলে না যায়।’

একই সঙ্গে উত্তর প্রদেশের পশ্চিম অংশে বিজেপির ৫০% ভোট পেয়ে এগিয়ে থাকা প্রসঙ্গও তিনি একাধিক প্রশ্ন তুলেছেন। এমএসপি গ্যারেন্টি আইন আসবে কি না এবং বিদ্যুতের দাম কমবে কি না এই প্রশ্নও বিজপির দিকে ছুঁড়ে দিয়েছেন এই কৃষক নেতা।

কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েতের এহেন মন্তব্যের বিরুদ্ধে মুখ খুলেছেন বিজেপি নেতা অমিত মালব্য। বিরোধী দলগুলি হারার পরই হারের জন্য আর কিছু না পেয়ে ইভিএমকে দায়ি করে এমনটাই দাবি তাঁর। এই জয়ের প্রসঙ্গে তিনি বলেন, ‘কৃষক আইন প্রত্যাহারের ইতিবাচক প্রভাব পড়েছে নির্বাচনে। পশ্চিম উত্তর প্রদেশের মানুষ দাঙ্গা এবং আইন ভঙ্গের বিষয়টি ভুলে যায়নি। সমস্ত পরিস্থিতিই নিয়ন্ত্রন করেছেন যোগী আদিত্যনাথ।’

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর