বাবা হতে চলেছেন জেলবন্দি আদিল! স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের মাঝেই দাবি রাখির

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে এখন দুটো জিনিস চলছে। সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানীর বিয়ে আর রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) এবং আদিল খান দুরানির (Adil Khan Durani) বিবাদ। প্রথম বিয়ে ভাঙার পর ভালবেসে গত বছর নিকাহ করেছিলেন রাখি আদিল। সে নিকাহর খবর প্রকাশ্যে আসে অতি সম্প্রতি। তারপর থেকেই একের পর এক ঝামেলা লেগেই রয়েছে রাখির জীবনে। প্রতিদিনই নিত্য নতুন অভিযোগ আনছেন তিনি।

রাখির অভিযোগের ভিত্তিতে কিছুদিন আগেই গ্রেফতার হয়েছেন আদিল। আপাতত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন তিনি। এর মধ্যে আরো এক অভিযোগ দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। সেটা অবশ্য রাখি করেননি। এই ইরানিয়ান মহিলা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ এনেছেন আদিলের বিরুদ্ধে।

adil khan

এতেই রেহাই নেই। প্রেম দিবসের ঠিক আগের দিন স্বামীর ব্যাপারে আরো এক বিষ্ফোরক তথ্য ফাঁস করলেন রাখি। আদিল নাকি বাবা হতে চলেছেন! সম্প্রতি পাপারাৎজির মুখোমুখি হয়ে এই বিষ্ফোরক খবর ফাঁস করেছেন তিনি। তাঁর দাবি নিয়ে আরেক দফা চাঞ্চল্য ছড়িয়েছে নেটপাড়ায়।

তবে না, আদিল বাবা হতে চলেছেন বটে, তবে রাখি কিন্তু মা হচ্ছেন না। তাঁর দাবি অনুযায়ী, আদিলের চর্চিত প্রেমিকা তনু চান্দেল অন্তঃসত্ত্বা। পাপারাৎজির ক্যামেরার সামনে রাখি বলেন, তিনি সম্প্রতি জানতে পেরেছেন, যে পরকীয়া সম্পর্কের জন্য আদিল তাঁকে মেরেছেন, তাঁর বিশ্বাস ভেঙেছেন, সেই তনু অন্তঃসত্ত্বা।

কাঁদতে কাঁদতে রাখিকে বলতে শোনা যায়, ‘আদিল, আমার সঙ্গে সন্তান আনার পরিকল্পনা করার কথা ছিল তোমার। আমি তোমার স্ত্রী। আর তুমি তোমার প্রেমিকাকে সন্তান দিচ্ছো! আমি কী নিয়ে বাঁচব?’

adil rakhi

সম্প্রতি জেলবন্দি আদিলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও দায়ের হয়েছে। অভিযোগকারিণী দাবি করেছেন, তিন বছর ধরে একসঙ্গেই থাকছিলেন আদিল এবং তিনি। আদিল নাকি তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পাঁচ মাস আগে ওই মহিলা যখন বিয়ের জন্য জোর করেন তখনি আসল রূপ প্রকাশ্যে আসে আদিলের। মহিলার অভিযোগ, আদিল নাকি তাঁকে হেনস্থা করেন। তিনি এই বলে ভয় দেখান যে সোশ্যাল মিডিয়ায় তাঁর ব্যক্তিগত ছবি ভাইরাল করে দেবেন আর সেগুলো ইরানে তাঁর পরিবারের কাছে পাঠাবেন।

আদিল নাকি তাঁকে শাসিয়েছিলেন, বিয়ের কথা বললে ফল মোটেই ভাল হবে না। গত ১০ ফেব্রুয়ারি পুলিসে অভিযোগ দায়ের করেছেন ইরানিয়ান মহিলা। আদিলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৪১৭, ৪২০, ৫০৪ এবং ৫০৬ ধারায় মামলা দায়ের হয়েছে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর