চলছে আয়াপ্পা দীক্ষা, কালো পোশাকে, খালি পায়েই আমেরিকার উদ্দেশে রওনা দিলেন রাম চরণ

বাংলাহান্ট ডেস্ক: অস্কার ২০২৩ এর কাউন্টডাউন শুরু হতে চলেছে। বিশ্বের সেরার সেরা সিনেমা, পরিচালক, অভিনেতা অভিনেত্রীরা লড়াইয়ে নামছেন সেরার শিরোপা জয়ের জন্য। ভারত থেকে অস্কারের জন্য মনোনীত হয়েছে ‘আর আর আর’ও। মঙ্গলবার অস্কারের জন্য আমেরিকার উদ্দেশে উড়ে গেলেন অভিনেতা রাম চরণ (Ram Charan)। কিন্তু তাঁকে দেখে হতবাক নেটিজেনরা।

অভিনেতা অভিনেত্রীদের এয়ারপোর্ট লুকস বারবার ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তাদের ফ্যাশন সেন্স বারবার নজর কেড়ে নেয় নেটনাগরিকদের। কিন্তু অন্যান্য সেলেবদের এয়ারপোর্ট লুকস থেকে রাম চরণের লুকসের আকাশ পাতাল পার্থক্য। আদ্যোপান্ত কালো পাঞ্জাবি, পাজামা পরে দেখা গেল অভিনেতাকে। কিন্তু সবথেকে বেশি নজর কাড়ল তাঁর খালি পা।

Ram charan

হ্যাঁ, খালি পায়ে হেঁটেই হায়দ্রাবাদ বিমানবন্দরে ঢুকতে দেখা যায় রাম চরণকে। ওই ভাবেই আমেরিকার উদ্দেশে পাড়ি দেন তিনি। কিন্তু রাম চরণের এমন খালি পা, কালো পোশাক কেন? আসলে দক্ষিণী ইন্ডাস্ট্রির মধ্যে রাম চরণ বরাবরই আধ্যাত্মিক মনোভাবের জন্য পরিচিত। কেরলের সবরিমালা মন্দিরে নিয়মিত দর্শনে যান তিনি।

প্রত্যেক বছর আয়াপ্পা দীক্ষা রীতি পালন করেন রাম চরণ। এই সময়ে তীর্থযাত্রীদের কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হয়। তার মধ্যে খালি পায়ে হাঁটাচলা করা, কালো পোশাক পরা বিশেষ গুরুত্বপূর্ণ। আর এই নিয়মগুলো অক্ষরে অক্ষরে মেনে চলেন রাম চরণ। গত বছরও এই সময়ে আয়াপ্পা দীক্ষা রীতি পালন করতে দেখা গিয়েছিল তাঁকে। আর আর আর ছবির ১০০০ কোটি টাকা ব্যবসা করা উপলক্ষে সেলিব্রেশন পার্টিতেও কালো পোশাকে, খালি পায়ে এসেছিলেন রাম চরণ।

ছবিগুলি ভাইরাল হওয়া মাত্র নেটিজেনরা রাম চরণের প্রশংসায় মুখর হয়েছেন। বিদেশে যাচ্ছেন তাও খালি পায়ে! তবুও নিজের নিয়ম থেকে সরে আসেননি রাম চরণ। কয়েকজন আবার বলিউড তারকাদের সঙ্গে তুলনা টেনেছেন দক্ষিণী তারকাদের। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, কীভাবে দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীরা ভারতীয় সংষ্কৃতির প্রতি শ্রদ্ধাশীল।

উল্লেখ্য, অস্কারে ভারতীয়দের আশা জাগাচ্ছে আর আর আর ছবির ‘নাটু নাটু’ গানটি। ইতিমধ্যেই একাধিক আন্তর্জাতিক পুরস্কার উঠেছে এই গানের ঝুলিতে। অস্কারের মঞ্চেও আরো একবার দেশের মুখ উজ্জ্বল করুক আর আর আর, এটাই কামনা নেটিজেনদের।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর