রামের হাত ধরে অযোধ্যায় লক্ষীলাভ! বছরে ২০-২৫ হাজার কোটি ঢুকবে সরকারি কোষাগারে

বাংলাহান্ট ডেস্ক : গত ২২শে জানুয়ারি দীর্ঘ প্রতীক্ষার পর উদ্বোধন হয়েছে অযোধ্যার রাম মন্দিরের। রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান ঘিরে ছিল রাজকীয় আয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং প্রাণ প্রতিষ্ঠা করেছেন রামলালার। গতকাল থেকে সাধারণ ভক্তদের জন্য খুলে গেছে রাম মন্দিরের দরজা। এই আবহে এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি চাঞ্চল্যকর রিপোর্ট সামনে নিয়ে এল রাম মন্দিরকে কেন্দ্র করে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, রাম মন্দিরের হাত ধরে এবার অযোধ্যায় হতে চলেছে লক্ষী লাভ। স্টেট ব্যাংকের সমীক্ষা রিপোর্ট জানাচ্ছে, ২০২৫ আর্থিকবর্ষে ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা অতিরিক্ত উপার্জন করতে সক্ষম হবে যোগী সরকার। পাশাপাশি চলতি বছর উত্তর প্রদেশ সরকার কর থেকে রাজস্ব বাবদ আদায় করবে ২.৫ লাখ কোটি।

আরোও পড়ুন : ভেঙেই গেল I.N.D.I.A জোট! ‘কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই, একাই লড়ব’, সাফ জানালেন মমতা

এছাড়াও এই সমীক্ষায় দাবি করা হয়েছে চলতি বছর গত বছরের তুলনায় অযোধ্যায় আগত পর্যটকদের সংখ্যা দ্বিগুণ হবে। স্টেট ব্যাংকের এক আধিকারিক দাবি করেছেন, রাম জন্মভূমিতে পর্যটন শিল্পে খরচের পরিমাণ ২০২৪ সালে বেড়ে গিয়ে দাঁড়াবে  ৪ লাখ কোটিতে। যারা অযোধ্যা আসবেন, সেইসব পর্যটকরাই এই খরচ করবেন। গত বছর দেশীয় পুণ্যার্থীরা খরচ করেছিলেন ২.২ লাখ কোটি।

money laundering

যেসব বিদেশি পর্যটকেরা গত বছর অযোধ্যায় এসেছিলেন তারা খরচ করেছিলেন ১০ হাজার কোটি টাকা । প্রসঙ্গত, অযোধ্যায় ২০২২ সালে আগমন ঘটে ২.২১ কোটি পর্যটকের। ২০০ গুন বেড়ে গত বছর পর্যটকের সংখ্যা দাঁড়ায় ৩২ কোটিতে। SBI এর সমীক্ষায় অনুমান এই বছর সেই সংখ্যাটা পৌঁছাবে  ৫০ কোটিতে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর