‘আদিপুরুষ’ ভাইরাসের প্রতিষেধক, টেলিভিশনে নতুন করে শুরু হচ্ছে রামানন্দ সাগরের জনপ্রিয় ‘রামায়ণ’! রইল সময় ও তারিখ

বাংলাহান্ট ডেস্ক: রামায়ণ (Ramayan) মহাকাব্যের বিশ্রী রিমেক বানিয়ে বিতর্কে জড়িয়েছে ‘আদিপুরুষ’ (Adipurush)। রাম, রাবণ, হনুমানের মতো পৌরাণিক চরিত্রগুলিকে অসম্মান করার অভিযোগ উঠেছে ছবির নির্মাতাদের বিরুদ্ধে। প্রেক্ষাগৃহে ছবিটি দেখে আসা দর্শক থেকে শুরু করে নেটমাধ্যমে মিম দেখে হাসাহাসি করা নেটিজেনরা পর্যন্ত আক্রমণ করেছেন নির্মাতাদের। অবশেষে এল এক বড় সুখবর।

আবারো টেলিভিশনে ফিরছে রামানন্দ সাগরের ‘রামায়ণ’। ছোটপর্দার এই শো কয়েক দশক আগে সম্প্রচারিত হত। দর্শকদের অধিকাংশের কাছে এখনো ওটাই রামায়ণের সেরা পর্দায় দৃশ্যায়ন। করোনাকালে একবার টিভিতে ফিরেছিল বটে সিরিয়ালটি। কিন্তু শুটিং পরিস্থিতি স্বাভাবিক হতেই আবার বন্ধ করে দেওয়া হয় সম্প্রচার। অবশেষে বছর তিনেক পর আবারো ফিরছে রামায়ণ।

ramayan adipurush 1

আগামী ৩ রা জুলাই থেকে শেমারু চ্যানেলে ফের সম্প্রচার শুরু হবে রামায়ণ এর। সম্প্রতি চ্যানেলের তরফে ঘোষণা করা হয়েছে এই সুখবর। রামায়ণের একটি ছোট ভিডিও ক্লিপ শেয়ার করে চ্যানেলের তরফে লেখা হয়েছে, ‘বিশ্বখ্যাত পৌরাণিক সিরিয়াল রামায়ণ আবার ফিরে আসছে আমাদের দর্শক এবং অনুরাগীদের জন্য।’ ৩ রা জুলাই থেকে সন্ধ্যা সাড়ে সাতটায় সম্প্রচারিত হবে এই সিরিয়াল।

আদিপুরুষ নিয়ে বিতর্ক যখন তুঙ্গে ঠিক সেই সময়ই রামায়ণ ফেরানোর সিদ্ধান্ত নিল এই চ্যানেল সংস্থা। বিষয়টা নিয়ে দর্শকরা যেমন উচ্ছ্বসিত, তেমনি নতুন করে আদিপুরুষ ছবিটিকে ট্রোল করতেও শুরু করে দিয়েছেন অনেকে। কেউ কেউ লিখেছেন, আদিপুরুষ ভাইরাসের প্রতিষেধক এসে গিয়েছে। কেউ আবার লিখেছেন, আদিপুরুষ দেখে যে ক্ষতি হয়েছে রামায়ণ দেখে সেটা পূরণ হবে।

১৯৮৭ সালে দূরদর্শনে সম্প্রচার শুরু হয়েছিল রামায়ণের। পরিচালনা করেছিলেন রামানন্দ সাগর। অভিনয় করেছিলেন অরুণ গোভিল, দীপিকা চিখলিয়া প্রমুখ। সেই শো এতটাই হিট হয়েছিল যে পরবর্তীকালে লকডাউনের সময়ে আবারো টেলিভিশনে ফিরিয়ে আনা হয় তা। তরুণ প্রজন্ম প্রথম বারেই মুগ্ধ হয়ে গিয়েছিল এই শো দেখে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর