৩ ঘন্টার ‘আদিপুরুষ’কে ফুৎকারে ওড়াল ৬০ সেকেন্ডের ‘রামায়ণ’, নেটপাড়ায় জয়জয়কার রামানন্দ সাগরের

বাংলাহান্ট ডেস্ক: বিনোদুনিয়া থেকে সোশ্যাল মিডিয়া সবার মুখেই এখন ‘আদিপুরুষ’ (Adipurush) এর নাম। ইদানিং কোনো না কোনো কারণে প্রায় সব ছবিই বিতর্কের মুখে পড়ছে। আদিপুরুষ এর টিজার নিয়েও সমালোচনা হয়েছিল বটে, কিন্তু তারপরেই লম্বা সময় ধরে ভিএফএক্স এর উপরে কাজ করার পর ট্রেলার রিলিজ করা হয়েছিল। কিন্তু প্রেক্ষাগৃহে গিয়ে দেখা গেল ভিএফএক্স এর হাল তথৈবচ। ছবির একাধিক খুঁত তুলে ধরে আপত্তি প্রকাশ করতে শুরু করেছেন দর্শকরা।

নেট মাধ্যমে আদিপুরুষ এর বিভিন্ন ভাইরাল দৃশ্য নিয়ে উঠেছে ট্রোলের ঝড়। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধুই আদিপুরুষ নিয়ে মিম চোখে পড়ছে। সেই সঙ্গে তুলনা টানা হচ্ছে জাপানিজ রামায়ণ কার্টুন, রামানন্দ সাগরের টেলিভিশন শো ‘রামায়ণ’ এর সঙ্গে। বিভিন্ন বয়সের মানুষ এক কথায় স্বীকার করছেন, আদিপুরুষ এর চেয়ে ওই দুই রামায়ণ শতগুণে ভাল ছিল।

adipurush ramayan

বিভিন্ন সময়ে বিভিন্ন রকম করে রামায়ণ মহাকাব্যকে তুলে ধরা হয়েছে টেলিভিশনে। কিন্তু পুরনো দিনের শো হোক বা বছর কয়েক আগের, এমন সমালোচনা কখনোই শোনা যায়নি দর্শকদের মুখে। তবে অনেক বছর কেটে গেলেও এখনো বেশিরভাগের কাছেই প্রিয় রামানন্দ সাগরের রামায়ণ।

১৯৮৭ সালে দূরদর্শনে সম্প্রচার শুরু হয়েছিল রামায়ণের। পরিচালনা করেছিলেন রামানন্দ সাগর। অভিনয় করেছিলেন অরুণ গোভিল, দীপিকা চিখলিয়া প্রমুখ। সেই শো এতটাই হিট হয়েছিল যে পরবর্তীকালে লকডাউনের সময়ে আবারো টেলিভিশনে ফিরিয়ে আনা হয় তা। তরুণ প্রজন্ম প্রথম বারেই মুগ্ধ হয়ে গিয়েছিল এই শো দেখে। এখন আদিপুরুষ এর হাল দেখে আবারো সোশ্যাল মিডিয়ায় ফিরল পুরনো রামায়ণ।

নেটপাড়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। রামানন্দ সাগরের আইকনিক রামায়ণের কয়েক সেকেন্ডের একটি দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের মতে, ৬০০ কোটি টাকা বাজেটের আদিপুরুষ এর থেকে এই রামায়ণ অনেক ভাল। ৩৬ বছর পরেও জনপ্রিয়তা অটুট রয়েছে রামায়ণ এবং ওই শোয়ের অভিনেতা অভিনেত্রীদের।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর