বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল, রবিবার, ১১ই সেপ্টেম্বর, শ্রীলঙ্কা পাকিস্তানকে হারিয়ে ষষ্ঠবারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে। চূড়ান্ত খারাপ আর্থ-সামাজিক পরিস্থিতিতে দাঁড়িয়ে ফাইনালে খেলতে নামা শ্রীলঙ্কা কাল পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে। যদিও তারা টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে বিশ্রীভাবে হেরে যাত্রা শুরু করেছিল, কিন্তু তারপরে টানা পাঁচটি ম্যাচ জিতে তারা ট্রফি ঘরে তুলেছে।
অপরদিকে ভারত ফাইনালে পৌঁছতে না পারার পর এই ট্রফি জয়ের জন্য ফেভারিট ছিল পাকিস্তান। তবু হারের মুখ দেখতে হয়েছে বাবার আজমদের। এই পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি রামিজ রাজাকে প্রশ্ন করা হলে স্টেডিয়ামের বাইরে তিনি মেজাজ হারান। এই সময় তিনি খুব অত্যন্ত ক্ষুব্ধ হন এবং তাকে প্রকাশ্যে দুর্ব্যবহার করতে দেখা যায়।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে যে তাকে এক ভারতীয় সাংবাদিক পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের উদ্দেশ্যে কোনও মন্তব্য করতে বললে তিনি বলেন, “আপনি তো ভারতীয়, ভারতে আজ সবাই নিশ্চয়ই খুব খুশি?” এরপর তিনি এল সাংবাদিকের হাত থেকে ফোন ছিনিয়ে নেয় এবং এক পাকিস্তানের সদস্য তার কাঁধে হাত রাখলে তিনি তাকে ক্যামেরার সামনে থেকে সরে যেতে আদেশ করেন।
Reaction of PCB chairman Ramiz Raja after Pakistan lose Asia Cup 2022 and looked at the reply of PCB chairman on Journalist. pic.twitter.com/3u8TLdxYNm
— CricketMAN2 (@ImTanujSingh) September 11, 2022
কালকের ম্যাচে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নেমে বেশ বেকায়দায় ফেলে দিয়েছিলেন শ্রীলঙ্কাকে। কিন্তু ফর্মে থাকা ব্যাটসম্যান ভানুকা রাজাপক্ষ (৭১), ওয়ানিন্দু হাসারাঙ্গার (৩৬) দুর্দান্ত ব্যাটিংয়ের ভর করে ১৭০ রানের স্কোরে পৌঁছে দেন দলকে। যদিও তারা একসময় ৫৮-৫ হয়ে গিয়েছিলেন কিন্তু তাদের আটকানো যায়নি।
রান তাড়া করতে নেমে ফের ব্যর্থ বাবর আজম। ফাইনালে ফখর জামান খাতাই খুলতে পারেননি। মহম্মদ রিজওয়ান এক চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন যা ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল না। এরপর মধুশান (৪/৩৪), হাসারাঙ্গা (৩/২৭), করুনারত্নেদের (২/৩৩) বোলিংয়ে ভর করে পাকিস্তানের বিরুদ্ধে ২৩ রানের ব্যবধানে জয় শ্রীলঙ্কা ক্রিকেটকে নতুন মাত্রা দেবে, তাতে সন্দেহ নেই।