সকালে দাঁতও মাজেন না রানি, ক‍্যামেরার সামনেই ‘নোংরা অভ‍্যাস’ এর কথা স্বীকার করলেন অভিনেত্রী

বাংলাহান্ট ডেস্ক: টলিউড তারকাদের কত বিচিত্র অভ‍্যাসের কথাই তো শোনা যায়। নায়ক নায়িকা সুলভ হাবভাব তো প্রায় সকলেরই থাকে। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজার মতো কাজেও যে কারোর অনীহা থাকতে পারে তা হয়তো এই প্রথম জানা গেল। আর তা নিজে মুখেই স্বীকার করেছেন রানি মুখার্জি (rani mukerji)।

হ‍্যাঁ, সকালে উঠে রোজ দাঁত মাজেন না রানি। সদ‍্য ‘কপিল শর্মা শো’তে এসে এমনি বিষ্ফোরক স্বীকারোক্তি করেছেন তিনি। কিন্তু রোজ দাঁত না মাজলে অমন ঝকঝকে হাসির যত্ন করেন কীকরে রানি? আসলে রানি জানান, তিনি যে ইচ্ছা করে দাঁত মাজেন না এমনটা নয়। তাঁর এমনি ভুলো মন যে মাঝে মাঝে সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজতেই ভুলে যান। আবার একেক দিন মনে পড়লে দিনে দু তিন বার মেজে নেন।

rani mukerji on completing 25 years in bollywood when i was growing up i idolised sridevi and madhuri
অম্লান বদনে রানিকে এমন কথা বলতে শুনে হতবাক সইফ আলি খান। তিনি ভয়ে ভয়ে প্রশ্ন করেন, আজ দাঁত মেজে এসেছেন তো রানি? অভিনেত্রী হেসে উত্তর দেন, “হ‍্যাঁ সইফু। আমি আজ ব্রাশ করেই এসেছি। আমি তো জানতাম হাম তুম মুহূর্তটা ফের তৈরি করতে তোমার কাছাকাছি আসতে হবে আমাকে।” রানির অভিযোগ, বয়স বাড়ছে কিনা। তাই আস্তে আস্তে ভুলো রোগও ধরছে তাঁর।

‘বান্টি অউর বাবলি ২’ ছবির প্রচারে কপিল শর্মা শো তে এসেছিলেন রানি ও সইফ। দুজনেই এদিন দারুন মজার মজার কথা শেয়ার করেন। দ্বিতীয় সন্তান পরিকল্পনার পাশাপাশি স্বামী আদিত‍্য চোপড়ার সঙ্গে রসায়ন নিয়েও মুখ খোলেন রানি। অপরদিকে সইফ দাবি করেন, বাড়িতে থাকলেই নাকি ছেলেমেয়ের সংখ‍্যা বাড়বে তাই বাইরে বাইরে কাজ করে বেড়াচ্ছেন তিনি।

আগামী ১৯ নভেম্বর মুক্তি পাচ্ছে রানি মুখার্জি ও সইফ আলি খানের ‘বান্টি অউর বাবলি ২’। ছবিতে রানি ও সইফ ছাড়াও রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং শর্বরী ওয়াঘ। আসলে গত বছর ২৬ জুনই মুক্তি পাওয়ার কথা ছিল বান্টি অউর বাবলি ২ এর। কিন্তু লকডাউন চলায় বাধ‍্য হয়ে পিছোতে হয় মুক্তির তারিখ।

এই নিয়ে ১২ বছর পর ফের জুটি বাঁধছেন সইফ রানি। তাও আবার বান্টি অউর বাবলির মতো সুপারহিট একটি ছবির সিক‍্যুয়েলে। প্রথম ছবিটি দারুন ব‍্যবসা করেছিল বক্স অফিসে। এখনো মানুষের মুখে মুখে ঘোরে সে ছবির গান। এবার দেখার অপেক্ষা সিক‍্যুয়েল ছবিটি দর্শকদের মন জিততে পারে কিনা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর