বাবা ICCU তে, কন্যাশ্রী কাপের সর্বোচ্চ গোলদাতা হল মেয়ে

   

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata Banerjee)  স্বপ্নের কন্যাশ্রী (Kanyashree) প্রকল্পের অংশ কন্যাশ্রী  কাপ ২০২০ এর ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে জিতল এস এস বি এর মহিলা দল। এই টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার এস এস বি এর রঞ্জিতা দেবী। মেয়ে যখন খেলার মাঠে একের পর এক গোল করে চলেছেন তখন হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মেয়ে।

download 5 3

মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন স্বপ্নের কন্যাশ্রী প্রকল্প। ইতিমধ্যেই বিশ্বের দরবারে সম্মান ছিনিয়ে এনেছে তা। কন্যাশ্রী এর পাশাপাশি মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণকে উৎসাহিত করতে চালু হয়েছিল কন্যাশ্রী কাপ।

২০২০ সালের এই কন্যাশ্রী কাপের ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে শিরোপা জয় করে করে এস এস বি। এই টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করেন রঞ্জিতা দেবী। একটি জনপ্রিয় বাংলা সংবাদ মাধ্যমের সাংবাদিকের সাথে কথা বলার সময়, বাবার কথা উঠতেই কান্নায় ভেঙে পড়ে এই অদম্য কন্যাশ্রী।

রঞ্জিতা জানান, ছোটবেলা থেকেই তার খেলাধুলাকে উৎসাহ দিয়েছেন তার বাবা। বাবার উৎসাহেই রঞ্জিতা আজ কন্যাশ্রীর সেরা গোলদাতা। এই মুহুর্তে তিনি লড়ছেন বাবার সাথে। এই জয়, এই সাফল্য বাবার সাথে ভাগ করে নিতে চান রঞ্জিতা।

 

সম্পর্কিত খবর