বহিরাগত নন, ইন্ডাস্ট্রির সঙ্গে রয়েছে গভীর যোগ! এই বলিউড অভিনেত্রী আসলে রণবীরের ঠাকুমা জানতেন?

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের (Bollywood) প্রতিভাবান এবং সম্ভাবনাময় অভিনেতাদের তালিকায় রাখা হয় রণবীর সিংকে (Ranveer Singh)। এত কম সময়ে তিনি ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন যে সকলেই ভিন্ন চোখে দেখতে বাধ্য হয়েছে তাঁকে। বছর কয়েকের মধ্যেই প্রথম সারির অভিনেতাদের প্রিয় হয়ে ওঠেন রণবীর। তাঁর অভূতপূর্ব উদ্যম আর সুচারু অভিনয় দক্ষতা দ্রুত খ্যাতির সিঁড়িতে চড়তে সাহায্য করেছে তাঁকেকে। তবে রণবীরের শরীরেও যে বইছে অভিনয়ের রক্ত, তা কি জানতেন?

রীতিমতো অভিনয় শিখে, অডিশন দিয়ে তারপর নির্বাচিত হয়েছিলেন রণবীর। তাই অনেকেই জানতেন যে তিনি বলিউডে তথাকথিত ‘বহিরাগত’। কিন্তু বিষয়টা একেবারেই তেমন নয়। রণবীরও কিন্তু এই ইন্ডাস্ট্রির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। তাঁর পরিবারের শিকড় রয়েছে বলিউডের গভীরে। রণবীরই প্রথম নন, তাঁর আগেও একজন বলিউডের সদস্য ছিলেন তাঁরই পরিবারের থেকে।

 

Ranveer singh grandmother was this bollywood actress

তিনি অভিনেত্রী চাঁদ বুরকে (Chand Burke)। ষাটের দশকের এই জনপ্রিয় অভিনেত্রী ছিলেন সম্পর্কে রণবীরের ঠাকুমা। সাদা কালো যুগের বেশ জনপ্রিয় নাম ছিলেন তিনি। জানা যায়, সে সময়ে লাহোর ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম অভিনয় করেন চাঁদ। একজন শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন তিনি।

ফিল্ম ইন্ডাস্ট্রিকে ঘিরেই ছিল চাঁদের ব্যক্তিগত জীবন। চিত্রনাট্যকার নিরঞ্জনকে প্রথম বিয়ে করেন তিনি। সে বিয়ে ভেঙে যাওয়ার কয়েক বছর পর সুন্দর সিং ভাবনানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন চাঁদ। তাঁদের দুই ছেলে মেয়ে হয়। ছেলে জগজিৎ সিংয়ের পুত্রই হলেন রণবীর। মায়ের মতো জগজিৎ সিং অভিনয় জগতে না আসলেও তাঁর ছেলেকে আকর্ষিত করেছিল এই ইন্ডাস্ট্রি।

Ranveer singh grandmother was this bollywood actress

এখানেই কিন্তু শেষ নয়। রণবীরের পিসির বিয়ে হয় কাপুর পরিবারে। তাঁর ছেলে হলেন অনিল কাপুর। সেই সূত্রে কাপুরদের সঙ্গেও আত্মীয়তার সম্পর্ক রয়েছে রণবীরের। তবে ফিল্মি ব্যাকগ্রাউন্ডের জোরে নয়, নিজের প্রতিভা দেখিয়েই বলিউডে জায়গা পান তিনি। অচিরেই পরিচালক প্রযোজকদের নজর কাড়তে শুরু করেন রণবীর। আর আজ রণবীর সিং নিজেই একজন ব্র্যান্ড।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর