রেপ ইন ইন্ডিয়া, রাহুলের মন্তব্য ঘিরে উত্তপ্ত লোকসভা, ক্ষমা ভিক্ষার দাবি জানালেন বিজেপি মন্ত্রী সাংসদরা

বাংলা হান্ট ডেস্ক : দেশে যেভাবে ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা বড়ে চলেছে তাতে বারবারে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন। ভারতকে ধর্ষণের রাজধানী বলে এক
প্রকাশ্য জনসভা মঞ্চ থেকে মন্তব্য করেছিলেন। যদিও তাঁর মন্তব্যের জেরে প্রতিবাদের ঝড় উঠেছিল বিভিন্ন মহল থেকে। তবে এবার রাহুল গান্ধীর রেপ ইন ইন্ডিয়া মন্তব্যের আঁচ পড়ল সংসদে।

শুক্রবার অধিবেশন শুরু হতে নাহতেই ঝাড়খন্ড বিধানসভানির্বাচনের প্রচারের সময় মোদীর মেক ইন ইন্ডিয়ার নকল রেপ ইন ইন্ডিয়া মন্তব্য নিয়ে উত্তাল হয় সংসদ। রাহুলের এই মন্ত্যব্যের বিরোধিতা করে কেন্দ্রীয় মন্ত্রীরা এবং বিজেপি সাংসদরা সকলে একযোগে লোকসভাতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন।lok sabha

এমনকি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি তাঁর বিরুদ্ধে একহাত নেন। দেশের ইতিহাসে কোনো রাজনৈতিক নেতা এই প্রথম বার মহিলাদের ধর্ষণ নিয়ে এমন কুরুচিকর মন্তব্য করেছেন বলে জানান স্মৃতি, একইসঙ্গে তিনি আরও জানান রাহুল এভাবে রাজনৈচতিক ফায়দা তোলার চেষ্টা করছেন। এবং রাহুলের মন্তব্যের জন্য তাঁর শাস্তি হওয়া উচিত বলেও দাবি করেন। অন্যদিকে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্য়ায়, কংগ্রেস গোটা দেশকে ধর্ষণ করছে বলে মন্তব্য করেন।

পাশাপাশি, এই বাক্যের মধ্য দিয়ে মহিলাদের অপমান করা হয়েছে বলেও দাবি করেন লকেট। এমনকি মহিলাদের নিরাপত্তা নিয়ে তাঁর কোনো মাথাব্যাথা বা চিন্তা নেই বলেও রাহুলকে তোপ দেগে বলেন লকেট।

সম্পর্কিত খবর