চিকিৎসা সুবিধার্থে শীঘ্রই বাংলায় শুরু হতে চলেছে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট, বললেন মমতা ব্যানার্জী

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় (West bengal) বাড়তে থাকা করোনা পরিস্থিতির মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) করলেন এক বড় ঘোষণা। মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠকে অগস্ট মাসের লকডাউনের নতুন নির্দেশিকা জারী করেছেন মুখ্যমন্ত্রী। একই সাথে করোনা টেস্ট নিয়েও এক সিদ্ধান্তের কথা ব্যক্ত করেছিলেন।

ভিন রাজ্য থেকে বাংলায় আসছে রোগী
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘অনেক সময় দেখা যাচ্ছে ভিন রাজ্য থেকেও বাংলায় চিকিৎসার জন্য আসছেন অনেকে। সেক্ষেত্রে আমরা তো আর ফিরিয়ে দিতে পারি না। বিশেষত বিহার, উত্তরপ্রদেশ থেকে প্রচুর মানুষ বাংলায় আসেন চিকিৎসার প্রয়োজনে’।

corona 41

র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট হবে বাংলায়
স্বাস্থ্য পরিকাঠামো আগের থেকে এখন অনেক বেশি উন্নত হয়ে উঠেছে, বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। সেই কারণেই বাইরে থেকেও মানুষজন বাংলায় চিকিৎসা করাতে আসেন। এবার চিকিৎসার প্রয়োজনেই বাংলায় র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে করোনা পরীক্ষা শুরু করা হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

দ্রুতই পাওয়া যাবে রিপোর্ট
এই পরীক্ষার মাধ্যমে দ্রুতই জানা যাবে ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন কিনা। প্রেগন্যান্সি টেস্ট স্ট্রিপের মত দেখতে এই টেস্ট কিটে কোভিড অ্যান্টিজেন টেস্ট ডিভাইস, ভাইরাল এক্সট্র্যাকশন টিউব থাকে। রোগীর রক্তের নমুনা স্ট্রিপে ফেলতেই টেস্ট লাইন ও কন্ট্রোল লাইন ফুটে উঠবে। যার ফলে রোগীর দেহে ভাইরাসের সংক্রমণ রয়েছেন কিনা, তা জানা যাবে।

Rapid antigen detection test 2

সম্মতি দিল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ-এই পদ্ধতিতে সম্মতি দিয়ে এক আধিকারিক জানালেন, এই পদ্ধতির সাহায্যে নাক বা মুখের থেকে সংগৃহীত লালারস বা শ্লেষ্মা নিয়ে দ্রুত এবং কোন ঝুঁকি ছাড়াই মুহূর্তের মধ্যে ভাইরাস চিহ্নিত করা যাবে। তবে অবশ্যই ক্লিনিক্যাল ট্রায়ালের পরেই তা পাওয়া যাবে। পুণের মাইল্যাব ডিসকোভারি সলিউশন এই টেস্ট কিট তৈরি করেছে। মাত্র ৩০ মিনিটেই ফল পাওয়া যাবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর