বিরল কাণ্ড! উইকেটে বেল নেই তবুও খেলা চলল অ্যাসেজ সিরিজে।

বল উইকেটে লেগেছে কিন্তু তার সত্ত্বেও বেল পড়েনি এমন ঘটনার সাক্ষী অনেকেই হয়েছেন যারা নিয়মিত ক্রিকেট দেখেন। এই কারনে অনেক সময়েই ব্যাটসম্যান নট আউট থেকে গেছেন। কিন্তু উইকেট নেই অথচ খেলা চলছে এমন দৃশ্য কেউ হয়তো কোনো দিন দেখেন নি। আসলে এমনটাও যে হতে পারে সেটাই কারুর ভাবনায় আসে না। তবে এবার এটাই হল উইকেটের উপর বেল নেই কিন্তু খেলা চলল আর এমনটা হল অ্যাসেজ সিরিজের ম্যাচে।

ম্যাঞ্চেস্টারে চলছে অ্যাসেজ সিরিজের চতুর্থ ম্যাচ সেই সময় ঘটল এমন অকল্পনীয় ঘটনা। উইকেটের উপর বেল নেই কিন্তু খেলা চলল। অ্যাসেজ সিরিজের চতুর্থ ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করছে অস্ট্রেলিয়া সেই সময় ক্রিজে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া দলের লাবুশানে এবং স্টিভ স্মিথ, স্টুয়ার্ট ব্রড বল করছে 31 তম ওভার সেই সময় ঝোড়ো হওয়ায় আচমকায় উইকেটের বেল পরে যায়।

IMG 20190905 151010

আর এই ঘটনা সেই সময় বেশ কয়েকবার ঘটতে থাকে। আর তাই ফিল্ড আম্পায়াররা বাধ্য হয়ে সিদ্ধান্ত নেন বেল ছাড়ায় চলবে খেলা। কারণ এমন নিয়ম আইসিসি এর নিয়মেই রয়েছে। ধারা নাম্বার 8.5 অনুযায়ী প্রয়োজন পড়লে ফিল্ড আম্পায়াররা এমন সিদ্ধান্ত নিতে পারেন।

যদিও বেল হীন অবস্থায় খুব বেশি সময় খেলা চলেনি কয়েক ওভারের মধ্যেই ফের উইকেটের উপর ফিরে আসে বেল। আসলে এইদিন খেলা শুরু হওয়ার পর থেকেই বারেবারে বৃষ্টি এসে খেলা পণ্ড করেছে। তার সাথে ছিল প্রবল বেগে ঝোড়ো হাওয়া আর বারবার এমন পরিস্থিতির জন্যই বেল হীন উইকেটে খেলা করাতে বাধ্য হয় আম্পায়ার কুমার ধর্মসেনা।

এদিকে এমন নজিরবিহীন ঘটনা ঘটার পরেই মুহূর্তে স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই খবর। বেল হীন উইকেটের ঘটনা দেখে অনেকে আবার হাসিঠাট্টা করতেও ছাড়ে নি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর