অনলাইন প্ল্যাটফর্ম এর বিরুদ্ধে এবার মুখ খুললেন রতন টাটা, জানালেন নিজের মতামত !

বাংলাহান্ট ডেস্কঃ সবাই আশা করে ভালো সময়ের হাত ধরে যেন নতুন বছরের শুভ সূচনা হোক। কিন্তু ২০২০ সাল পড়তে না পড়তেই বিশ্বকে গ্রাস করল করোনা ভাইরাস। তারপর লাগল ভারত-চীন সংঘর্ষ, তার মধ্যে লেগেই রয়েছে ভূমিকম্প। এতকিছু মাঝে বিশ্ববাসী যেন অতিষ্ঠ হয়ে উঠেছে।

https://www.instagram.com/p/CBr_rVcnTVx/?utm_source=ig_embed

এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ঘৃণা আর হিংসা ছড়াবেন না। সবাইকে একত্রিত হয়ে থাকতে হবে দেশবাসীর কাছে এমনই আর্জি জানালেন শিল্পপতি রতন টাটা (Ratan Tata)। রবিবার ইনস্টাগ্রামে রতন টাটা জানিয়েছেন, নেটিজেনরা ধৈর্য ও সহনশীলতা দেখাতে পারছেন না। তিনি লিখেছেন, ‘এই বছরটা সকলের কাছে কোনও না কোনওভাবে খুব কঠিন হয়ে গিয়েছে।

রবিবার ইনস্টাগ্রামে রতন টাটা জানিয়েছেন, নেটিজেনরা ধৈর্য ও সহনশীলতা দেখাতে পারছেন না। তিনি লিখেছেন, ‘এই বছরটা সকলের কাছে কোনও না কোনওভাবে খুব কঠিন গিয়েছে। আমি দেখছি নেটিজেনরা একে অপরকে আঘাত করছে, একে অন্যকে টেনে নামাচ্ছে, দ্রুত বিচার করে ফেলছে, ধারণা তৈরি করে ফেলছে।’

ratan tata banner desktop 1920x1080

রতন আরও লিখেছেন, ‘এই বছরে সকলকে একত্রিত থাকতে হবে। একে অপরকে টেনে নামানোর সময় নয় এটা। আরও উদারতা দেখান। সমঝদার হোন। ধৈর্যশীল হোন। আশা করব অনলাইন মঞ্চ সমর্থন আর সহানুভূতির জায়গা হয়ে উঠিক সকলের কাছে।’
টাটা গ্রুপের চেয়ারম্যান এমেরিটাস বলেন যে, “এই বছরটি কিছুটা পর্যায়ে সবার জন্য চ্যালেঞ্জ নিয়ে পূর্ণ। আমি দেখছি অনলাইন সম্প্রদায় একে অপরের পক্ষে ক্ষতিকারক। “আমি বিশ্বাস করি যে এই বছর বিশেষত আমরা সবাইকে একত্রিত করেছি এবং সাহায্যের জন্য আহ্বান জানিয়েছি এবং একে অপরকে নামানোর মতো সময় নেই।”

সম্পর্কিত খবর