আম্বানি থেকে শুরু করে রতন টাটা, বিড়লাদের বিলাসিতা! ঘুম ওড়াবে তাদের প্রাইভেট জেটের দাম

বাংলা হান্ট ডেস্কঃ রতন টাটা (Ratan Tata ) হোক কী মুকেশ আম্বানি (Mukesh Ambani), ভারতের (India) এই ধনকুবেরদের বিলাসবহুল জীবনযাপনের কথা কে না জানেনা। প্রাসাদপ্রম বাড়ি থেকে শুরু করে বহুমূল্য প্রাইভেট জেট (Private Jet), কী নেই তাদের কাছে? এই শিল্পপতিদের এমনকিছু প্রাইভেট জেট আছে যার দাম আপনার হুঁশ উড়িয়ে দেবে। এইসব প্রাইভেট জেটের ভেতরে উঁকি দিলে কোন পাঁচতারা হোটেল বলে ভ্রম হতে পারে। চলুন দেখে নিই কার কার রয়েছে এমন বহুমূল্য প্রাইভেট জেট (Private Jet Collection Of Indian Businessman)।

রতন টাটা (Ratan Tata) : ভারত তথা গোটা বিশ্বেই এক আলাদা পরিচিতি তৈরি করেছেন রতন টাটা। তাঁর দান খয়রাত থেকে শুরু করে ব্যবসার ব্যাপ্তি সম্পর্কে গোটা বিশ্ব অবগত। তাঁর কাছে রয়েছে Dassault Falcon 2000, যার দাম প্রায় ২২ মিলিয়ন ডলার। জানা যায় রতন টাটা নিজেও এটি উড়িয়েছেন।

মুকেশ আম্বানি (Mukesh Ambani) : তালিকার দ্বিতীয় নাম হল মুকেশ আম্বানি। এশিয়ার সবচেয়ে দামি বাড়ি ছাড়াও এই ব্যক্তির কাছে সবচেয়ে দামি প্রাইভেট জেটও রয়েছে। তিনি একটি বোয়িং বিজনেস জেট 2 (BBJ2) এর মালিক, যার দাম ৭৩ মিলিয়ন ডলার। জানা যায়, আম্বানির এই জেটের মধ্যে রয়েছে একটি লাউঞ্জ, বেডরুম, বাথরুম এবং একটি মাস্টার স্যুট।

ambani private jet 61f3bed2d7f18

অনিল ধীরুভাই আম্বানি (Anil Dhirubhai Ambani) : ব্যবসায় দাদার মত সফল না হলেও বিলাসিতার কমতি নেই অনিল আম্বানির জীবনে। তিনি Bombardier Global Express XRS এর মালিক, যার মূল্য প্রায় ৩৮ মিলিয়ন ডলার। এই জেটটিতে ১৪.৭৩ মিটার দীর্ঘ কেবিন থেকে শুরু করে বোর্ডরুম মিটিংয়ের জন্য কনফারেন্স টেবিল সবকিছু রয়েছে।

আদর পুনওয়ালা (Adar Poonawalla) : কোভিড ভ্যাকসিন ‘কোভিশিল্ড’ প্রস্ততকারী কোম্পানির মালিক এবং ভারতের সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালার একটি এয়ারবাস A320 রয়েছে। সূত্রের খবর,পুনাওয়ালা একটি চার্টার্ড ফ্লাইট পরিষেবার মালিক, যার নাম ‘পুনাওয়ালা এভিয়েশন প্রাইভেট লিমিটেড’।

লক্ষ্মী নিবাস মিত্তল (Lakshmi Niwas Mittal) : সাল ২০১১ তে ফোর্বস যে সেরা ধনী ব্যক্তিদের তালিকা তৈরি করেছিল সেখানে বিশ্বের ষষ্ঠ ধনী ব্যক্তি হিসাবে স্থান পেয়েছিলেন লক্ষ্মী নিবাস মিত্তল। এইমুহুর্তে তিনি লন্ডনে থাকেন এবং তিনি একটি ২৬২ ফুট লম্বা ইয়টের মালিক। তাছাড়াও তার কাছে একটি প্রাইভেট জেটও রয়েছে, যার মূল্য প্রায় ৩৮ মিলিয়ন ডলার।

কুমার মঙ্গলম বিড়লা (Kumar Mangalam Birla) : ভারতীয় শিল্পপতি তথা সমাজসেবী এবং আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লার কাছে মোট দুটি জেট আছে। সেগুলি হল Cessna Citation এবং Gulfstream G100। জানা যায় এই দ্বিতীয় জেটটির জন্য তিনি মোট ১১ মিলিয়ন ডলার খরচ করেছেন।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর