দেশ ব্যাপী শুরু হল নতুন রেশন কার্ডের আবেদন প্রক্রিয়া, অনলাইনে কিভাবে করবেন আবেদন জেনে নিন

বাংলাহান্ট ডেস্কঃ করোনা পরিস্থিতিতে রেশন কার্ড (ration card) যে কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে পেরেছে সরকার থেকে আমজনতা। তাই এবার যাদের রেশন কার্ড নেই তাদের জন্য রেশন কার্ডের ব্যাবস্থা করল কেন্দ্র সরকার। এবার থেকে আর রেশন কার্ডের জন্য অন্য কোথাও যেতে হবে না। বাড়ি বসেই স্মার্টফোনের মাধ্যমেই পেয়ে যাবেন রেশন কার্ড।

727661 ration card 02
রেশন কার্ড/Ration card

কিভাবে করতে হবে আবেদন

রাজ্যের সরকারি ওয়েবসাইটে লগইন করতে হবে। বাংলার ক্ষেত্রে এই সরকারি ওয়েবসাইটটি হল https://wbpds.gov.in

এই লিঙ্কে গিয়ে Apply online for ration card -এ ক্লিক করুন।

এবার আপনার সমস্ত নথির ছবি আপলোড করুন। যেমন  আধার কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট ইত্যাদি।

আবেদন সম্পূর্ণ হলে জমা দিন নির্দিষ্ট চার্জ। এক্ষেত্রে খরচ পড়বে ৫ থেকে ৪৫ টাকার মধ্যে।

এরপর হবে ফিল্ড ভেরিফিকেশন হবে। ভেরিফাই হয়ে গেলেই আপনার রেশন কার্ড তৈরি হয়ে যাবে।

প্রসঙ্গত, রেশন তোলা ছাড়াও বেশ কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নথি হিসাবে বিবেচিত হয় এই রেশন কার্ড।  ব্যাঙ্কে একাউন্ট খুলতে গেলে গুরুত্বপূর্ণ নথি হিসাবে বিবেচিত হয় এই রেশন কার্ড। পাশাপাশি, ড্রাইভিং লাইসেন্স তৈরির ক্ষেত্রেও রেশন কার্ডের প্রয়োজন হয়।

আপনার গণতান্ত্রিক অধিকার ভোটদান। জানেন কি ভোটার আইডি তৈরি করতে গেলে আপনার যে শর্তগুলি পূরন করতে হবে তার মধ্যে অন্যতম রেশন কার্ড। প্যান ও আধার কার্ড তৈরি ও আধার আপডেট করতে গেলেও রেশন কার্ডের প্রয়োজন হয়।

সব মিলিয়ে আপনার ঠিকানা, বয়স সহ একাধিক তথ্য থাকে এই রেশন কার্ডে, যা সরকারি প্রায় সকল ক্ষেত্রেই নথি হিসাবে দাখিল করা যায়। তাই রেশন কার্ডকে অবহেলা করবেন না। আপনার যদি রেশন কার্ড না থাকে বা তবে যত শীঘ্রই সম্ভব করে নিন এই কার্ড। পাশাপাশি, আপনার রেশন কার্ড আপডেট করেও রাখুন। যে কোনো সময়ে প্রয়োজন হতে পারে এই গুরুত্বপূর্ণ নথি।

সম্পর্কিত খবর