করোনার মাঝে আমজনতার জন্য নয়া সিদ্ধান্ত কেন্দ্রের, আরও ১ বছর বিনামূল্যে মিলবে রেশন

বাংলাহান্ট ডেস্ক : খাদ্যশস্য বন্টন নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার বলেছেন, দেশের ৮০ কোটি মানুষকে কেন্দ্রীয় সরকার জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে আরও এক বছর বিনামূল্যে রেশন দেবে। এর ফলে অতিরিক্ত ২ লক্ষ কোটি টাকার বোঝা বাড়বে কেন্দ্রীয় সরকারের উপর।

কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, দরিদ্র মানুষদের এই রেশন কেনার জন্য এক টাকাও দিতে হবে না। প্রতিবছর ২ লক্ষ কোটি টাকা খরচ করছে সরকার এই প্রকল্পের জন্য। সরকার জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে প্রতি কেজি ৩,২,১ টাকা হারে চাল, গম ও মোটা শস্য সরবরাহ করে। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এটি সম্পূর্ণ বিনামূল্যে থাকবে আগামী ২০২৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত।

পূর্বে কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলাজে জানিয়েছিলেন, সেপ্টেম্বর মাসে সরকার বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার প্রকল্প তিনমাস বর্ধিত করে ডিসেম্বর পর্যন্ত করেছে। গরিব মানুষকে ত্রান দেওয়ার জন্য সরকার কোভিডের সময় এই প্রকল্প আনে। বিনামূল্যে রেশন দেওয়ার জন্য গত ২৮ মাসে ১.৮০ লক্ষ কোটি টাকা খরচ করেছে সরকার।RATION DISTRIBUTION

কেন্দ্রীয় সরকার কোভিড মহামারীর সময় ২০২০ সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা চালু করে। বর্তমানে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন দেশের প্রায় ৮০ কোটি মানুষ। এই প্রকল্পের আওতায় প্রতিমাসে ৮ কেজি গম ও ১ কেজি চাল বিনামূল্যে দেওয়া হয় বিপিএল কার্ডধারী পরিবারগুলিকে। গত কয়েক মাস ধরে এই প্রকল্পের সময়সীমা বারংবার বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর