দু একটা আসন নিয়ে বামেরা আন্দোলন করে ভাবছে মোদী সরকার ভেঙে দেবে! সিপিএমকে কটাক্ষ কেন্দ্রীয় আইন মন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ JNU ইস্যু নিয়ে উত্তাল গোটা দেশ। পুরো ঘটনার দায় চাপিয়ে দেওয়া হয়েছিল। বিজেপি আর রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের ছাত্র সংগঠন ABVP এর উপর। কিন্তু দিল্লী পুলিশের তদন্তে উঠে আসলো অন্য তথ্য। JNUতে গণ্ডগোলের মূলে বামেরাই ছিল বলে দাবি করেছে দিল্লী পুলিশ। বহিরাগত ছাত্রদের নেতৃত্ব দিয়ে বাম ছাত্র নেত্রী ঐশী ঘোষ বিশ্ববিদ্যালয়ে মুখে কাপড় বেঁধে হামলা চালিয়েছে বলে জানিয়েছে দিল্লী পুলিশ।

JNU ঘটনার পিছনে মোট ৯ জনকে চিহ্নিত করেছে দিল্লী পুলিশ। আর সেই ৯ জনের মধ্যে সাত জনই বাম ছাত্র সংগঠনের সাথে যুক্ত। দিল্লী পুলিশ জানিয়েছে বামেরা ১ লা জানুয়ারি থেকে ৫ই জানুয়ারি পর্যন্ত শীতকালীন সেমেস্টার বন্ধ করার জন্য সবরকম প্রয়াস চালিয়েছে। প্রচুর পরিমাণে ছাত্র ছাত্রীদের রেজিস্ট্রেশন করতে বাধা দিয়েছে। এমনকি সার্ভার রুমেও তালা ঝুলিয়েছে তাঁরা। এছাড়াও স্টাফেদের মারধর করেছে বামেরা।

আরেকদিকে বাম ছাত্র নেত্রী ঐশী ঘোষ এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। উনি বলেছেন, আমি অভিযোগ করলাম, আর আমাকেই দোষী বলল? যদিও দিল্লী পুলিশ সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই দোষীদের চিহ্নিত করেছে। তবুও ঐশী ঘোষ নিজের উপর কোন অপরাধই স্বীকার করতে নারাজ।

আরেকদিকে দিল্লী পুলিশের তরফ থেকে সমস্ত প্রমাণ দেখানোর পর বিজেপির নেতা মন্ত্রীরা বামেদের আক্রমণ করা শুরু করে দিয়েছেন। কেন্দ্রীয় আইন মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ বামেদের আক্রমণ করে বলেন, যাদের লোকসভায় একটা অথবা তিন চারটে আসন আছে তাঁরা ভাবছে কখনো যাদবপুর, কখনো জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পূর্বপরিকল্পিত ভাবে বিক্ষোভ দেখিয়ে মোদী সরকার ভাঙার চেষ্টা করবে … তাহলে তাঁরা ব্যর্থ হবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর