বলের পর ব্যাট হাতেও জবাব অশ্বিনের! টপকে গেলেন ভিভিএস লক্ষ্মণ-কে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত ভারতীয় দল। দ্বিতীয় দিনের শেষে ভারতকে ৪৩৮ রানের স্কোরে অলআউট করার পর ১ উইকেট হারিয়ে ৮৬ রান স্কোরবোর্ডে তুলেছে ক্যারিবিয়ানরা। যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা ১৩৯ রানের একটি পার্টনারশিপ গড়েছিলেন ওপেনিং জুটিতে। তারপর বিরাট কোহলি নিজের টেস্ট কেরিয়ারের ২৯ তম শতরান এবং জাদেজা নিজের টেস্ট কেরিয়ারের ১৯ তম অর্ধশতরান করে ভারতকে টেনেছিলেন।

test indian t

কিন্তু ভারতীয় দল যে শেষপর্যন্ত ৪০০ রানের গণ্ডি অতিক্রম করতে পেরেছে তার মূল কারণ হলো রবিচন্দ্রন অশ্বিন। তিনি লোয়ার অর্ডারের সঙ্গে জুটি বেঁধে ব্যাট হাতে ৭৮ বলে ৫৬ রানের একটি ইনিংস খেলেন। এরপর কিমার রোচ তাকে বোল্ড করায় তাকে ড্রেসিংরুমে ফিরতে হয়। এর মধ্যেই একটা বিশেষ মাইল ফলক টপকে গিয়েছিলেন অশ্বিন।

ভারতের হয়ে টেস্টে ৬ নম্বরে বা তারও নিচে ব্যাটিং করতে নেমে সর্বোচ্চ রান সংগ্রাহকদের দিক দিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন এই তারকা অলরাউন্ডার। তিনি টপকে গিয়েছেন বর্তমানে ভারতীয় দলের পার্ট টাইম কোচ এবং ব্যাটিং কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণ-কে।

ভারতের হয়ে ৬ বা তার নিচে ব্যাটিং করতে নেমে সর্বোচ্চ টেস্ট রান সংগ্রহকারীদের তালিকা:

১. কপিল দেব (৫১১৬)
২. মহেন্দ্র সিং ধোনি (৪৭১৭)
৩. রবিচন্দ্রন অশ্বিন (৩১৪০*)
৪. ভিভিএস লক্ষ্মণ (৩১০৮)
৫. রবীন্দ্র জাদেজা (২৬৯৬*)

এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অশ্বিনকে দলে না নেওয়ার কারণে যথেষ্ট সমালোচিত হয়েছিলেন রোহিত শর্মা। প্রথম টেস্টে বোলিং এবং দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে ভারতের তারকা অফ স্পিনার প্রমাণ করলেন যে কেন তাকে সমালোচনা সহ্য করতে হচ্ছিল।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর